৩ রাত হোটেলে কাটানোর পর ‘তৃতীয় ব্যক্তির’ কথা এল প্রেমিকের কানে, করুণ পরিণতি প্রেমিকার

গত ৩ দিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুর থানা এলাকার একটি হোটেলের ১১ নম্বর ঘরে ছিল রাজ মল্লিক (২২) ও তাঁর প্রেমিকা আম্বিয়া খাতুন (২০)। কিন্তু, এ দিন সকালেই সে জানতে পারে, তাঁদের প্রেমজীবনে প্রবেশ ঘটেছে আরেক যুবকের।

৩ রাত হোটেলে কাটানোর পর 'তৃতীয় ব্যক্তির' কথা এল প্রেমিকের কানে, করুণ পরিণতি প্রেমিকার
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 9:05 PM

দক্ষিণ ২৪ পরগনা: টানা ৩ রাত প্রেমিকার সঙ্গে হোটেলে থাকার পর আচমকাই ‘তৃতীয় ব্যক্তির’ কথা জানতে পেরেছিল প্রেমিক। তারপরই সে নিয়ে ফেলল সেই চরম পদক্ষেপ। প্রেমিকার গলা টিপে খুন করে নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমপর্ণ করল যুবক। জয়নগর থানার অন্তর্গত ঘটনার বিবরণ ত্রিকোণ প্রেমের জেরে খুনের ঘটনা শুনে চক্ষু চড়কগাছ হল খোদ পুলিশ আধিকারিকদেরও।

পুলিশ সূত্রে খবর, গত ৩ দিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুর থানা এলাকার একটি হোটেলের ১১ নম্বর ঘরে ছিল রাজ মল্লিক (২২) ও তাঁর প্রেমিকা আম্বিয়া খাতুন (২০)। কিন্তু, এ দিন সকালেই সে জানতে পারে, তাঁদের প্রেমজীবনে প্রবেশ ঘটেছে আরেক যুবকের। সেই কথা জানতে পেরে আম্বিয়ার গলা টিপে সে খুন করে। এরপর হোটেলে গার্ডকে ‘বাইরে বেরোচ্ছি’ বলে সোজা চলে যায় বিষ্ণুপুর থানায়। সেখানে পৌঁছে সে আত্মসমর্পণ করে এবং জানায় প্রেমিকাকে খুন করেছে।

পুলিশ রাজ মল্লিকের কথা মতো হোটেলের ১১ নম্বর ঘরে এসে দেখে আম্বিয়া খাতুনের মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে। তাঁকে উদ্ধার করে আমতলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর আম্বিয়া খাতুন এবং রাজ মল্লিকের পরিবারের লোকজনকে খবর দিলে তাঁরা থানায় এসে হাজির হয়।

আরও পড়ুন: পেনশন চাইলে ব্যাঙ্কের জবাব ‘মোদীকে বলুন’, প্রধানমন্ত্রীর খোঁজে বিজেপির কার্যালয়ে বৃদ্ধা, তারপর…

মৃত আম্বিয়া খাতুনের পরিবারের লোকজন বিষ্ণুপুর থানায় এসে জানায় যে আম্বিয়া বেশ কিছুদিন ধরে সে সোনারপুরে তাঁর মা-এর কাছে থাকত। সেখান থেকে সে শিলিগুড়িতে গিয়েছিল বিউটি পার্লারের কাজের জন্য এবং শনিবারই তাঁর বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু মেয়েটি পরিবারকে না জানিয়ে ৩ দিন রাজের সঙ্গে হোটেলে থাকে। তারপরই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যেই রাজকে নিজের হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ‘পকেটমানি’ দেওয়ার প্রস্তুতি শুরু করতেই কমিশনে ধাক্কা খেল তৃণমূল