Abhishek Banerjee: ‘গত পঞ্চায়েতে ভুল ছিল’, মাথাভাঙায় ‘স্বীকার’ অভিষেকের
Abhishek Banerjee: কখনও দিনহাটা, কখনও নাটাবাড়ি, তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে।
মাথাভাঙা: ‘গত পঞ্চায়েতে ভুল ছিল, স্বীকার করলাম’ কোচবিহারের মাথাভাঙার সভামঞ্চে খোলাখুলি ভুল স্বীকার করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত পঞ্চায়েত নির্বাচনে একপ্রকার রণক্ষেত্র হয়ে উঠেছিল কোচবিহার। কখনও দিনহাটা, কখনও নাটাবাড়ি, তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে।
এদিন অভিষেক বলেন, “আজকে ভোট চাইতে আসিনি।পরপর দুটো নির্বাচনে আমাদের ভুল ত্রুটির কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল। ২০১৯ এবং ২০২১-এ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে মানুষের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে এই সমাবেশ পালা বদলের সমাবেশ।”
এ দিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও তুলোধনা করেন তিনি। বলেন, “আমি প্রথমে আমি জানতাম না। ২০১৮ সালে আমার নাম করে পঞ্চায়েতে প্রার্থী দাঁড় করিয়েছিল। আমি যখন জানতে পারি, তখনই দল থেকে বহিষ্কার করি। আর আমরা যাদের বহিষ্কার করি, আমাদের আবর্জনা, তারা ওদের সম্পদ হয়ে দাঁড়ায়।” অভিষেক এও বলেন, “দু’চার জন নেতার জন্য পার্টির বদনাম কোনওভাবে মেনে নেওয়া হবে না।” এখানেই শেষ নয়, অভিষেক বলেন, “আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছিল এটা ঠিক। তবে মানুষও বুঝতে পারছেন বিজেপিকে ভোট দিয়ে খাল কেটে কুমির ডেকে আনা হয়েছে।”
উল্লেখ্য, একদিকে যেমন কড়া নাড়ছে ত্রিপুরা বিধানসভা ভোট। ঠিক তেমনই এ রাজ্যে আবার পঞ্চায়েত ভোট। তাই জমি শক্ত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। শুক্রবার (গতকাল) ত্রিপুরাতে জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সেই সফর সেরে শনিবার কোচবিহারের (Coochbehar) মাথাভাঙায় জনসভায় যোগদান তিনি। এ দিন পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা নিবেদন করেন অভিষেক।