Nisith Pramanik: আবার উত্তপ্ত দিনহাটা, জ্বালিয়ে দেওয়া হল নিশীথ প্রামাণিকের সভামঞ্চ
Dinhata: বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা সেই সভামঞ্চ পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিজেপি মানুষের কাছে জনসমর্থন না পেয়ে নিজেদের সভা মঞ্চ পুড়িয়ে তৃণমূলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।
দিনহাটা: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সভা করার কথা ছিল। সেই সভামঞ্চই পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটার ১ নং ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার মোক্তারের বাড়ি হাইস্কুলের মাঠের ঘটনা। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার।
বিজেপির অভিযোগ, সোমবার বিকেল পাঁচটা নাগাদ ওই এলাকা ওই এলাকায় বিজেপির সভা ছিল। সেই উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছিল সভামঞ্চ। এরপর বিজেপি নেতৃত্ব সভা মঞ্চের সামনে পৌঁছলে লক্ষ্য করেন মঞ্চ পুড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা সেই সভামঞ্চ পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিজেপি মানুষের কাছে জনসমর্থন না পেয়ে নিজেদের সভা মঞ্চ পুড়িয়ে তৃণমূলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।
স্থানীয় বিজেপি নেতা অজয় রায় বলেন, “তৃণমূল মানেই চোর। ওরা রাতের অন্ধকারে নিশীথ প্রামাণিকের মঞ্চ পুড়িয়েছে। কিন্তু সভা তো হবেই। এই সব যখন হবে বিজেপির ভোট বাড়বে। পুলিশ গিয়েছে। তদন্ত চলেছে।” অপরদিকে তৃণমূল নেতা বিশু ধর বলেছেন, “বিজেপির আইটি সেল পরিকল্পনা করে এইসব করেছে। নিশীথ প্রামাণিকের অবস্থা খুব খারাপ। ভোট গুণতে লোক লাগবে না। তাই এই সব করে প্রচারে থাকার চেষ্টা।”