Cooch Behar Murder: নেশার টাকা না পেয়ে বাবাকে ‘খুন’, ধরিয়ে দিল দাদা

Cooch Behar Murder: স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বুধবার রাতে অভিযুক্ত যুবক তাঁর বাবার কাছে টাকা চান। টাকা না দিলে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করেন। চিৎকার শুনে তাঁর জ্যাঠা ও দাদা বাঁচাতে এলে, তাঁদেরও মারধর করেন যুবক

Cooch Behar Murder: নেশার টাকা না পেয়ে বাবাকে 'খুন', ধরিয়ে দিল দাদা
বাড়িতেও ভাঙচুর চালায় অভিযুক্তImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 3:08 PM

কোচবিহার: নেশার টাকা দিতে চাননি বাবা।  মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়িতে ছেলের হাতে ‘খুন’ বাবার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  পুলিশ জানিয়েছে, মৃতের নাম খগেন রায়। তাঁকে খুন করার অভিযোগ উঠেছে ছোট ছেলে সঞ্জয়ের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় কোনও কাজই করতেন না সেভাবে। নিত্য নেশা করতেন। আর নেশা করার জন্য টাকা চেয়ে পরিবারের সদস্যদের ওপর চাপ তৈরি করতেন। কখনও টাকা দিতে না পারলে অশান্তি মারধর করতেন বলে অভিযোগ। এই নিয়ে যে রায় পরিবারে অশান্তি হয়, তা জানতেন প্রতিবেশীরাও। বুধবারও  সঞ্জয় বাড়িতে অশান্তি করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বুধবার রাতে অভিযুক্ত যুবক তাঁর বাবার কাছে টাকা চান। টাকা না দিলে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করেন। চিৎকার শুনে তাঁর জ্যাঠা ও দাদা বাঁচাতে এলে, তাঁদেরও মারধর করেন যুবক। গোটা বাড়িতে ভাঙচুর চালাতে থাকেন বলে অভিযোগ।  মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয় ওই ব্যক্তির।

বৃহস্পতিবার ভাইয়ের বিরুদ্ধে কুচলিবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন দাদা অশোক রায়। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো জয়েছে মাথাভাঙায়।