Coochbehar Election 2024 Result: ভরসা রাখল না রাজবংশীরা, হার নিশীথের, কোচবিহারে ফুটল ঘাসফুল

Jun 06, 2024 | 5:57 PM

West Bengal Coochbehar Election Result 2024: উত্তরবঙ্গের রাজনীতিতে কোচবিহার একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী যেমন রয়েছেন, রয়েছেন রাজ্যেরও একজন মন্ত্রী। বিজেপির যদি নিশীথ প্রামাণিক থাকেন, তৃণমূলের রয়েছে উদয়ন গুহ। শেষ পর্যন্ত তৃণমূল বাজিমাত করল। জয় হল জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। ৩৯ হাজার ২৫০ ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী।

Coochbehar Election 2024 Result: ভরসা রাখল না রাজবংশীরা, হার নিশীথের, কোচবিহারে ফুটল ঘাসফুল
দেখে নিন কে কত ভোট পেলেন

Follow Us

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

কোচবিহার: তিন দশকের বেশি সময় ধরে কোচবিহার কেন্দ্র ছিল ফরওয়ার্ড ব্লকের হাতে। রাজ্যে পালাবদল হওয়ার পর এই কেন্দ্রেও হয় পালা বদল। একদশক যেতে না যেতে আবার ঘটে পালাবাদল। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে ওঠে কোচবিহার কেন্দ্র। ২০১৯-এ জয়ী হয়ে ওই কেন্দ্রের সাংসদ হন নিশীথ। চব্বিশের নির্বাচনে ফের পদ্ম প্রার্থী হন তিনি। তৃণমূলের টিকিটে ভোট ময়দানে নামেন সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। দুই ফুলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফুল বদল হল কোচবিহারে। জয়ী হন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। দেখে নিন কে কত ভোট পেলেন।

কোচবিহার:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ৭৮৮৩৭৫ জয়ী ৪৮.৫৭
বিজেপি নিশীথ প্রামাণিক ৭৪৯১২৫ পরাজিত ৪৬.১৬
ফরওয়ার্ড ব্লক নীতীশ চন্দ্র রায় ৩০২৬৭ পরাজিত ১.৮৬
কংগ্রেস পিয়া রায়চৌধুরী ১০৬৭৯ পরাজিত ০.৬৬

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল কংগ্রেস
২০১৯ মাথাভাঙা ১,০৭,০৬৩ ৮৬,১৮৮
২০২১ মাথাভাঙা ১,১৩,২৪৯ ৮৭,১১৫
২০১৯ কোচবিহার উত্তর ১,১৮,৬০৬ ৯১,৩৮০
২০২১ কোচবিহার উত্তর ১,২০,৪৮৩ ১,০৫,৮৬৮
২০১৯ কোচবিহার দক্ষিণ ৮৬,৪৩১ ৮০,৪১০
২০২১ কোচবিহার দক্ষিণ ৯১,৫৬০ ৮৬,৬২৯
২০১৯ শীতলকুচি ১,০৮,৫৪১ ১,০৯,৭৭১
২০২১ শীতলকুচি ১,২৪,৯৫৫ ১,০৭,১৪০
২০১৯ সিতাই ৮৮,৪৬৯ ১,২৩,১৩০
২০২১ সিতাই ১,০৭,৭৯৬ ১,১৭,৯০৮
২০১৯ দিনহাটা ১,১৪,৯৮১ ৯৯,৪৪২
২০২১ দিনহাটা ১,১৬,০৩৫ ১,১৫,৯৭৮
২০১৯ নাটাবাড়ি ১,০৪,৫৪৩ ৮৬,০১৮
২০২১ নাটাবাড়ি ১,১১,৭৪৩ ৮৮,৩০৩
Next Article