MJN Medical: দায়িত্ব বোঝাতে এসেও প্রাক্তন এমএসভিপি বিক্ষোভের মুখে, ছুটে পালালেন…

MJN: তিনদিন আগে রিলিজ নিয়ে চলে যান রাজীব প্রসাদ। তবে দায়িত্বভার হস্তান্তর করেননি। বৃহস্পতিবার সেই দায়িত্ব বোঝাতে এসেছিলেন নতুন এমএসভিপি সৌরদীপ রায়কে। তখনই তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের কর্মীরা।

MJN Medical: দায়িত্ব বোঝাতে এসেও প্রাক্তন এমএসভিপি বিক্ষোভের মুখে, ছুটে পালালেন...
এমএসভিপি রাজীব প্রসাদ।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 7:55 PM

কোচবিহার: দায়িত্ব হস্তান্তর করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজের বা এমজেএন (MJN) মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন এমএসভিপি রাজীব প্রসাদ। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান হাসপাতালের কর্মীরা। কোনওরকমে পালিয়ে রক্ষা পান রাজীব প্রসাদ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

টিভিনাইন বাংলায় রাজীব প্রসাদকে ঘিরে একাধিক অভিযোগের খবর তুলে ধরা হয়। এরপরই স্বাস্থ্য দফতর তাঁকে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজের এমএসভিপি পদ থেকে সরিয়ে দেওয়া দেয়।

তিনদিন আগে রিলিজ নিয়ে চলে যান রাজীব প্রসাদ। তবে দায়িত্বভার হস্তান্তর করেননি। বৃহস্পতিবার সেই দায়িত্ব বোঝাতে এসেছিলেন নতুন এমএসভিপি সৌরদীপ রায়কে। তখনই তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের কর্মীরা। তাঁদের অভিযোগ, প্রাক্তন এমএসভিপি চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত। এমজেএন মেডিক্যাল কলেজের নয়া এমএসভিপি সৌরদীপ রায় জানান, ৩ দিন পর দায়িত্ব বুঝে নিলেন তিনি।