Cooch Behar Lok Sabha Seat: দুই ফুলের লড়াই আজ কোচবিহারে, কার ভাগে রয়েছে কতটা জমি? জেনে নিন
Lok Sabha Election 2024: উত্তরবঙ্গের রাজনীতিতে কোচবিহার একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী যেমন রয়েছেন, রয়েছেন রাজ্যেরও একজন মন্ত্রী। বিজেপির যদি নিশীথ প্রামাণিক থাকেন, তৃণমূলের রয়েছে উদয়ন গুহ।
কোচবিহার: ভোটের বাদ্যি বেজে গেল। আজ, ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। আজ প্রথম দফায় বাংলার তিনটি কেন্দ্রে ভোট রয়েছে-জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। তিন দশকের বেশি সময় ধরে কোচবিহার কেন্দ্র ছিল ফরওয়ার্ড ব্লকের হাতে। রাজ্যে পালাবদল হওয়ার পর এই কেন্দ্রেও হয় পালা বদল। একদশক যেতে না যেতে আবার ঘটে পালাবাদল। বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কোচবিহার কেন্দ্র। ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীও। ২০১৯-এ জয়ী হয়ে ওই কেন্দ্রের সাংসদ হয়েছেন নিশীথ। শাসক দল তৃণমূলের এখন পাখির চোখ হারানো জমি ফিরে পাওয়ার। আর বিজেপি চাইছে পুরোপুরি ঘাসফুল উপড়ে ফেলতে। আর বাম স্বপ্ন দেখতে ছাড়ছে না। ‘হারানো সেই দিনের কথা’ খুঁজে পেতে মরিয়া তাঁরা। কোচবিহার কার? উত্তর মিলবে সেই ৪ জুন। তবে কোচবিহারের মাটির গন্ধ শুঁকে একবার দেখা যেতে পারে, ফসল তুলবে কে?
কোচবিহার লোকসভা কেন্দ্রে রয়েছে ৭টি বিধানসভা। এই কেন্দ্রগুলি হল মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা ও নাটাবাড়ি।
২০১৯ লোকসভা নির্বাচন অনুযায়ী, এই কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ১৮,১০,৬৬০। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি ভোটারের সংখ্যা ৪৮.৬ শতাংশ। তফসিলি উপজাতি ভোটারের সংখ্য়া ০.৫ শতাংশ। সংখ্যালঘু ভোটার ২৬.৩ শতাংশ, গ্রামীণ ভোটার ৯০ শতাংশ ও শহুরে ভোটার ১০ শতাংশ।
উত্তরবঙ্গের রাজনীতিতে কোচবিহার একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী যেমন রয়েছেন, রয়েছেন রাজ্যেরও একজন মন্ত্রী। বিজেপির যদি নিশীথ প্রামাণিক থাকেন, তৃণমূলের রয়েছে উদয়ন গুহ। মূলত তফসিলি অধ্যূষিত এই জেলায় রাজবংশী ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আবার মুসলিম ভোটও ফ্যাক্টর। এই দুই গোত্রীয় ভোটারকে নিয়ে দড়ি টানাটানি চলছে তৃণমূল বিজেপির মধ্যে।
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
নির্বাচন | বিধানসভা কেন্দ্র | বিজেপি | তৃণমূল কংগ্রেস |
২০১৯ | মাথাভাঙা | ১,০৭,০৬৩ | ৮৬,১৮৮ |
২০২১ | মাথাভাঙা | ১,১৩,২৪৯ | ৮৭,১১৫ |
২০১৯ | কোচবিহার উত্তর | ১,১৮,৬০৬ | ৯১,৩৮০ |
২০২১ | কোচবিহার উত্তর | ১,২০,৪৮৩ | ১,০৫,৮৬৮ |
২০১৯ | কোচবিহার দক্ষিণ | ৮৬,৪৩১ | ৮০,৪১০ |
২০২১ | কোচবিহার দক্ষিণ | ৯১,৫৬০ | ৮৬,৬২৯ |
২০১৯ | শীতলকুচি | ১,০৮,৫৪১ | ১,০৯,৭৭১ |
২০২১ | শীতলকুচি | ১,২৪,৯৫৫ | ১,০৭,১৪০ |
২০১৯ | সিতাই | ৮৮,৪৬৯ | ১,২৩,১৩০ |
২০২১ | সিতাই | ১,০৭,৭৯৬ | ১,১৭,৯০৮ |
২০১৯ | দিনহাটা | ১,১৪,৯৮১ | ৯৯,৪৪২ |
২০২১ | দিনহাটা | ১,১৬,০৩৫ | ১,১৫,৯৭৮ |
২০১৯ | নাটাবাড়ি | ১,০৪,৫৪৩ | ৮৬,০১৮ |
২০২১ | নাটাবাড়ি | ১,১১,৭৪৩ | ৮৮,৩০৩ |
একুশে বিধানসভা কার?
মাথাভাঙা- সুশীল বর্মন (বিজেপি) কোচবিহার উত্তর- সুকুমার রায় (বিজেপি) কোচবিহার দক্ষিণ- নিখিল রঞ্জন দে (বিজেপি) শীতলকুচি- বরেন চন্দ্র বর্মন (বিজেপি) সিতাই- জগদীশ চন্দ্র বর্ম বাসুনিয়া (তৃণমূল) দিনহাটা- নিশীথ প্রামাণিক (বিজেপি) নাটাবাড়ি- মিহির গোস্বামী (বিজেপি)
ভোট শতাংশ-
২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ছিল ৪৮.৪ শতাংশ, তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ ছিল ৪৪.৯ শতাংশ এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ৩.১ শতাংশ।
২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ছিল ৪৯.১ শতাংশ, তৃণমূল কংগ্রেস ৪৪.৩ শতাংশ, সিপিএম ১.৬ শতাংশ ও ফরওয়ার্ড ব্লক ১.৭ শতাংশ ভোট পেয়েছিল।
২০২৪ সালের প্রার্থী কারা?
এবারেও বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্ম বাসুনিয়া। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন পিয়া রায় চৌধুরী। নীতীশ চন্দ্র রায়কে টিকিট দিয়েছে ফরওয়ার্ড ব্লক।