Udayan Guha: মুখ্যমন্ত্রীর নামের নিচে সততার প্রতীক লিখতে পারছি না: উদয়ন গুহ
Udayan Guha: পঞ্চায়েত ভোটের আগে যার জেরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের নিচে সততার প্রতীক লেখা যাচ্ছে না।
দিনহাটা: দলের কর্মীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। যার জেরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের আগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের নিচে সততার প্রতীক লেখা যাচ্ছে না। যার জন্য দায়ী দলেরই কিছু দুর্নীতিবাজ কর্মী। উদয়নের এ হেন মন্তব্যে উঠছে প্রশ্ন।
কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটে সংখ্যালঘু কনভেনশন মঞ্চে বিস্ফোরক মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সোমবার দলেরই একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে সততার প্রতীক লেখাটি এখন দলের কিছু নেতা কর্মীদের আচরণের জন্য লিখতে পারছি না। এটা আমাদের কাছে দুঃখজনক। এর জন্য দায়ী দলের কিছু নেতা। যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন। এর জন্য দায়ী মাননীয়া মুখ্যমন্ত্রী নন। যাঁরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন তাঁদেরই এই দায়ভার নিতে হবে।”
দুর্নীতির কথা কার্যত স্বীকার করে উদয়নবাবু বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক নিজে লিখতে পারতেন। কিন্তু এখন আর লিখতে পারেন না। এর জন্য আমাদের মতো নেতারা দায়ী। আমরা কাউকে ঘর দেব বলে টাকা নিয়েছি, কাউকে চাকরি দেব বলে টাকা নিয়েছি। কাউকে এটা-ওটা পাইয়ে দেব বলে টাকা নিয়েছি।”
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার। নাম জড়িয়েছে একের পর এক তৃণমূলের হেভিওয়েটের। গরু পাচার কাণ্ডে ইতিমধ্যে দিল্লিতে ইডির জেরার মুখে রয়েছেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর অভিযোগে জেলে দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়-সহ যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। তদন্ত যত এগিয়েছে উঠে এসেছে আরও অনেকের নাম। শুধু তাই নয়, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করেও তৃণমূল নেতাদের টাকা তোলার ভূরি-ভূরি অভিযোগ তুলেছিল বিরোধীরা। এবার স্বয়ং দলেরই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে মুখ খুললেন খোদ মন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে এ হেন মন্তব্যে রীতিমত শোরগোল উত্তরবঙ্গের রাজনীতিতে।