WB Panchayat Polls 2023: মুখ্যমন্ত্রী সফরের মাঝেই তৃণমূল নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ উদয়ন
WB Panchayat Polls 2023: এ দিন উদয়ন গুহ বলেন, "হঠকারিতা হচ্ছে। গাড়ি ভাঙচুর হচ্ছে। যে কোনও সময় তৃণমূল কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। আর দিনহাটা থানার পুলিশ দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখছে।"
কোচবিহার: কোচবিহারের ভেটাগুড়িতে উত্তেজনা। তৃণমূলের অঞ্চল সভাপতির গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। অভিযোগ পেলেও পুলিশ ঠিকমতো পদক্ষেপ করছে না বলেও দাবি করেছেন উদয়ন।
এ দিন উদয়ন গুহ বলেন, “হঠকারিতা হচ্ছে। গাড়ি ভাঙচুর হচ্ছে। যে কোনও সময় তৃণমূল কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। আর দিনহাটা থানার পুলিশ দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখছে। জেলা পুলিশকে এতবার বলার পরও কোনও কাজ হচ্ছে না। খুবই দুঃখজনক।” একই সঙ্গে অভিযোগ জানিয়ে তিনি বলেন, “এই এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি। অথচ এই স্থান সমাজ বিরোধীদের আখড়া।”
উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রী সফরে গিয়েছেন কোচবিহারে। সোমবার সকাল ১১টা থেকে কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি প্রাণনাথ হাই স্কুল মাঠে বক্তব্য রাখেন তিনি। আর মমতার সফরের মাঝেই রাজ্য পুলিশের উপর এ ধরনের ঘটনায় জোর গুঞ্জন জেলায়।