Udayan Guha: মঞ্চে মমতা, বিজেপিকে ঝাঁটা পেটার নিদান উদয়নের
Udayan Guha: এই সভা থেকেই আবার দলের ‘দুষ্টু’ কর্মীদের বাগে আনতে চড় মারার কথাও বলতে দেখা গিয়েছে মমতাকে। যা নিয়েই রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।
কোচবিহার: মঞ্চে বসে আছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মঞ্চ থেকেই বিজেপিকে ঝাঁটা পেটা করার নিদান দিলেন উত্তরবঙ্গ (North Bengal) উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহ (Udayan Guha)। যা নিয়েই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রসঙ্গত, কোচবিহারের চান্দামারির সভা থেকেই এবারের পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছেন মমতা। রবিবারই কোচবিহারে আসেন তিনি। সোমবার সভামঞ্চে উঠেই শুরু থেকে শেষ পর্যন্ত পদ্ম শিবিরের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে থাকেন মমতা। মমতার সুরে সুর মিলিয়ে বিজেপির বিরুদ্ধে একটানা আক্রমণ করেন উদয়নও।
মঞ্চে উঠেই বলেন, “এবার বিজেপিকে এই জেলা থেকে মুছে দিতে হবে। সেই শপথ আমাদের প্রতিটা নেতা-কর্মীকে নিতে হবে। আমরা যদি সেটা না পারি তাহলে আগামীতে আমাদের এই মঞ্চে বসার অধিকার থাকবে কি না সেটা ভবিষ্যতে ভেবে দেখতে হবে। আমরা শুধু দিদির কাছ থেকে, দলের কাছ থেকে নিয়ে যাব, আর দলকে ফেরত যাওয়ার বেলায় চুপ করে বসে থাকব এটা হতে পারে না।”
এখানেই না থেমে বিজেপির বিরুদ্ধে আরও সুর চড়িয়ে উদয়ন বলেন, “বিজেপি নানাভাবে গুন্ডামি শুরু করেছে এই জেলায়। প্রশাসন প্রশাসনের কাজ করবে, পুলিশ পুলিশের কাজ করবে। কিন্তু, বারবার এই ঘটনা ঘটতে থাকলে আমি মা-বোনদের বলব ঝাঁটা হাতে তৈরি থাকবেন। যেখানে বিজেপি ঝামেলা করবে সেখানেই ঝাঁটা পেটা করে ওদের এলাকা ছাড়া করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ে আছে বলে আমাদের মা বোনেরা তিনবেলা সন্তানের মুখে ভাত দিতে পারছে। এ কথাটা মনে রাখতে হবে।”
অন্যদিকে এই সভা থেকেই আবার দলের ‘দুষ্টু’ কর্মীদের বাগে আনতে চড় মারার কথাও বলতে দেখা গিয়েছে মমতাকে। কর্মীদের ভুলের জন্য ক্ষমাও চেয়ে নেন দলনেত্রী। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের লোকজনের এবার হেলমেট পরে ঘোরা উচিত। তৃণমূলের লোকজনের তো মার খাওয়ার ব্যবস্থা করে এলেন মুখ্যমন্ত্রী।”