BJP vs TMC: দিতে হবে একশোদিনের টাকা, তুফানগঞ্জে বিজেপি বিধায়কের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ তৃণমূলের

BJP vs TMC: জানা গিয়েছে, তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বিজেপির চার নম্বর মণ্ডলের উদ্যোগে স্বশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন সন্ধ্যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজায় এলাকায় আসেন বিজেপি বিধায়ক মালতি রাভা। দলীয় কর্মসূচি শেষ করে বিধায়কের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

BJP vs TMC: দিতে হবে একশোদিনের টাকা, তুফানগঞ্জে বিজেপি বিধায়কের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ তৃণমূলের
ভর সন্ধ্যায় তুমুল বিক্ষোভImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 8:33 PM

তুফানগঞ্জ: পুজোর মুখে একশোদিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিধায়কাকে ঘিরে চলল গো-ব্যাক স্লোগান। বকেয়া মেটানোর দাবিতে বিধায়কের গাড়ির সামনে অবস্থানে বসে পড়েন শাসকদলের মহিলা কর্মীরা। বচসায় জড়িয়ে পড়েন বিধায়কও। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের মহিষকুচি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজার এলাকায়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বিজেপির চার নম্বর মণ্ডলের উদ্যোগে স্বশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন সন্ধ্যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজায় এলাকায় আসেন বিজেপি বিধায়ক মালতি রাভা। দলীয় কর্মসূচি শেষ করে বিধায়কের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সে সময় একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূলের কর্মী- সমর্থকরা। 

বিধায়কাকে ঘিরে চলে গো-ব্যাক স্লোগান। সে সময় বিধায়ক সহ তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বিধায়কের গাড়ির সামনে অবস্থানে বসে পরেন মহিলা কর্মীরা। প্রায় আধাঘন্টা ধরে চলে ওই বিক্ষোভ। এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী।