‘ভূমিপুত্র’কে প্রার্থী করতে হবে, হাত ছাড়ার হুঁশিয়ারি কংগ্রেসে
"রবিন রায় (Rabin Roy) বহিরাগত, আমরা তাঁকে মানি না, এই প্রার্থী বদল না হলে অনেক পথ খোলা আছে,'' হুঁশিয়ারি কংগ্রেস জেলা সভাপতির
কোচবিহার: একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) ‘ভূমিপুত্র’ ইস্যু আলাদা করে জায়গা করে নিয়েছে। তৃণমূল (TMC) থেকে বিজেপি (BJP), প্রার্থী বদলের দাবিতে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যেই বিক্ষোভ দেখা গিয়েছে। যা নিয়ে যথেষ্ট চিন্তিত দুই দল। এবার একই ছবি দেখা গেল কংগ্রেসেও (Congress)। তুফানগঞ্জের কংগ্রেস প্রার্থী রবিন রায়কে (Rabin Roy) বদলের এলাকার ভূমিপুত্রকে টিকিট দেওয়ার দাবিতে উত্তাল হল এলাকা।
বুধবার প্রার্থী বদলের দাবিতে কোচবিহার জেলা কংগ্রেসের পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান তুফানগঞ্জের কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। আসন্ন বিধানসভা নির্বাচনে তুফানগঞ্জের কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়েছেন রবিন রায়। কিন্তু তাঁকে বাতিল করে এলাকার ভূমিপুত্র দেবেন্দ্রনাথ বর্মাকে (Debendranath Barma) প্রার্থী করতে হবে বলে দাবি তোলেন তাঁরা। এ দিন কোচবিহার জেলা কংগ্রেসের পার্টি অফিসের সামনে হাতে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বহু কর্মী ও সমর্থককে। রবিন রায়কে প্রার্থী করাতে অসন্তোষ প্রকাশ করেছে তুফানগঞ্জের নয় নম্বর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের কর্মী সমর্থকরাও।
কংগ্রেসের জেলা সহ-সভাপতি কার্ত্তিকচন্দ্র প্রমাণিক বলেন, “আমরা জেলা সভাপতি কেশব রায়ের হাত দিয়ে প্রার্থী হিসেবে দেবেন্দ্রনাথ বর্মার নাম পাঠিয়েছিলাম। দেবেন্দ্রনাথ বর্মা ভূমিপুত্র তথা কংগ্রেসের পুরনো কর্মী। দলের জন্য তিনি সব সময় কাজ করে চলছেন।” কিন্তু কীভাবে প্রার্থী হিসেবে রবিন রায়ের নাম এল তা নাকি তিনি বুঝতে পারছেন না বলে মন্তব্য করতে শোনা যায় তাঁকে। তিনি যোগ করেন, “রবিন রায় বহিরাগত, আমরা তাঁকে মানি না।” তারপর তাঁর ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি, এই প্রার্থী বদল না হলে এখন অনেক পথ খোলা আছে।
আরও পড়ুন: কাঁথিতে মোদীর সভায় থাকবেন শিশির, জল্পনায় সিলমোহর শুভেন্দুর
এই পরিস্থিতিতে এপর্যন্ত রবিন রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এই বিক্ষোভের প্রেক্ষিতে এখন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কী পদক্ষেপ করে সেটাও দেখার।