Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marriage: দরজা ঠেলতেই আপত্তিকর অবস্থায় যুগল, চেপে ধরে বিয়ে দিয়ে দিলেন গ্রামের লোকেরা…

Coochbehar: অভিযোগ, সোমবার ওই যুবককে যুবতীর বাড়িতে যেতে দেখেন এলাকার লোকেরা। এরপরই গ্রামবাসীরা ওই যুবতীর বাড়িতে আচমকা হানা দেন।

Marriage: দরজা ঠেলতেই আপত্তিকর অবস্থায় যুগল, চেপে ধরে বিয়ে দিয়ে দিলেন গ্রামের লোকেরা...
বউ নিয়ে ফিরছেন যুবক।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2022 | 9:09 AM

কোচবিহার: দীর্ঘদিন ধরে একসঙ্গে ঘোরাফেরা করে গ্রামের দুই যুবক-যুবতী। এরইমধ্যে সোমবার তাঁদের এক ঘরে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে অভিযোগ এলাকার লোকজনের। এরপরই ঘরের দরজায় তালা লাগিয়ে দেন স্থানীয়রা। পরে দরজা খুলে তাঁদের বের করা হলেও এক প্রকার জোর করেই বিয়ে দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তুফানগঞ্জ (Tufangung) থানা এলাকার এই ঘটনা ঘিরে হুলুস্থুলু শুরু হয় এলাকায়।

গ্রামবাসীদের অভিযোগ, তুফানগঞ্জের ওই যুবক-যুবতী প্রায় প্রায়ই একসঙ্গে থাকেন। এমনকী নিজেদের বাড়িতেও একসঙ্গে সময় কাটান বলে এলাকাবাসীর অভিযোগ। তাঁদের বক্তব্য, গ্রামে এসব চলে না। গ্রামের মানুষের জীবনযাত্রা, চলনবলন অন্যরকমের। শহুরে সংস্কৃতির সঙ্গে গ্রামকে তুলনা করলে চলবে না।

অভিযোগ, সোমবার ওই যুবককে যুবতীর বাড়িতে যেতে দেখেন এলাকার লোকেরা। এরপরই গ্রামবাসীরা ওই যুবতীর বাড়িতে আচমকা হানা দেন। ঘরে যুগলকে আপত্তিজনক অবস্থায় দেখা যায় বলে অভিযোগ তাঁদের। এরপরই ঘরে তালা ঝুলিয়ে দেন। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ পর্যন্ত যায়।

সকলের সামনেই ওই যুবক-যুবতী জানান, তাঁরা একে অপরকে ভালবাসেন। এদিকে ভালোবাসার কথা স্বীকার করায় গ্রামবাসীরা এলাকার এক কালী মন্দিরে যুবক-যুবতীর বিয়ের ব্যবস্থা করেন। ঢাক ঢোল বাজিয়ে তুমুল হইহই করে বিয়ের আয়োজন করা হয়। মন্দিরের সামনে ভিড় জমে যায় এই বিয়ে দেখতে। নতুন ছাপার শাড়ি, গলায় মালা, মুকুট পরে তৈরি হয়ে আসেন নতুন বউ। ছেলের অবশ্য বিয়ে প্যান্ট-শার্টেই। তবে তাঁরও গলায় মালা, মাথায় টোপর। মালা বদল, সিঁদুর দান সেরে নতুন বউ নিয়ে টোটোয় চেপে বাড়ি ফেরেন যুবক। সঙ্গে দুই মহিলা। একজনের হাতে আবার সিঁদুরের থালা।