চাঁদা নিয়ে বচসার জের, ঝুর্নি দিয়ে যুবকের গলায় কোপ মারলেন প্রৌঢ়!

স্থানীয়রা জানিয়েছেন, মৃত আকাশ মুণ্ডা নামে বছর পঁচিশের এক যুবকের সঙ্গে শনিবার আচমকা, হাড়িয়ার ঠেকে  চাঁদা (collection) নিয়ে বচসা শুরু হয় বছর পঞ্চাশের রাম কুমারের। এদিন, দুপুর দুটো থেকে টানা প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বচসা চলে।

চাঁদা নিয়ে বচসার জের, ঝুর্নি দিয়ে যুবকের গলায় কোপ মারলেন প্রৌঢ়!
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 23, 2021 | 10:45 AM

আলিপুরদুয়ার: চাঁদা নিয়ে বচসার জেরে যুবকের গলায় ধারালো অস্ত্রের কোপ (Murder)! ঘটনাস্থলেই মৃত্যু হল যুবকের।  অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তপশিখাতা গ্রামে।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত আকাশ মুণ্ডা নামে বছর পঁচিশের এক যুবকের সঙ্গে শনিবার আচমকা, হাড়িয়ার ঠেকে  চাঁদা (collection) নিয়ে বচসা শুরু হয় বছর পঞ্চাশের রাম কুমারের। এদিন, দুপুর দুটো থেকে টানা প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বচসা চলে। বচসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রত্য়ক্ষদর্শীরা নানাভাবে তাঁদের দুজনকে নিরস্ত করার চেষ্টা করলেও তা সম্পূর্ণই বিফলে যায়। কাউকেই থামানো যায়নি। ক্রমশ বিবাদ বাড়তে থাকে। বাড়তে বাড়তে এতটাই চরমে উঠে যায় যে আচমকা রাম কুমার চা বাগানের ধারালো ধুর্নি এনে আকাশের গলায় এলোপাথাড়ি কোপ মারতে থাকেন। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত ওঠে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আকাশ। সঙ্গে সঙ্গে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা আকাশকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় আলিপুরদুয়ার থানার পুলিশ (Alipurduar police)। ঘটনাস্থলে যানে আইসি অনিন্দ্য ভট্টাচার্য। আলিপুরদুয়ার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাম কুমারকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িয়ে ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: করোনা আক্রান্ত গর্ভবতী মহিলাদের সংখ্যা বৃদ্ধির জেরে প্রকট হচ্ছে রক্তসংকট, হাসপাতালের পাশে দাঁড়ালেন গ্রামবাসীরা