মাদার টেরেজার স্মৃতি বিজড়িত স্কুলে এবার সেফ হোম, উদ্যোগে মলয় ঘটক

এই মূহূর্তে জেলায় করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪৭ হাজারের ওপর। মৃত্যু ছাড়িয়েছে ২৬৪ জন। শুক্রবারই জেলায় মৃত্যু হয়েছে ১২ জনের। এই পরিস্থিতিতে এই দুটি সেফ হোম অন্যতম ভরসাযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠল আসানসোলের করোনা রোগীদের জন্য।

মাদার টেরেজার স্মৃতি বিজড়িত স্কুলে এবার সেফ হোম, উদ্যোগে মলয় ঘটক
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 23, 2021 | 12:48 AM

আসানসোল: আসানসোলের লরেটো কনভেন্ট। করোনা আবহে ঐহিত্যবাহী এই মিশনারিজ স্কুলে তৈরি হল সেফ হোম। এই স্কুলেই মাদার টেরেজা শিক্ষকতা করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকলীন তিনি সেবামূলক কাজে যুক্ত ছিলেন এখানেই। সেই লরেটো কনভেন্ট আবার হয়ে উঠছে রোগীদের সেবা কেন্দ্র। করোনা রোগীদের চিকিৎসা, সেবা-শুশ্রুষার বন্দোবস্ত হবে এখানেই।

শনিবার আসানসোলের লরেটো কনভেন্ট ও সেন্টজোসেফ স্কুলে সেফ হোম হিসাবে উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি স্কুলগুলিকে সেফ হোম করার পরামর্শ দিয়েছেন। সেই ডাকে সাড়া দিল আসানসোলের দুটি মিশনারিজ স্কুল। শহরের বুকে সেন্ট জোসেফ ও লরেটো কনভেন্ট স্কুলে তৈরি হল সেফ হোম। রাজ্যের আইন ও পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক উদ্বোধন করলেন ১২০ শয্যার এই দুটি সেফ হোম। পাশাপাশি ৬টি অ্যাম্বুল্য়ান্সেরও উদ্বোধন হয় এদিন।

আসানসোলের দুটি ব্যবসায়িক সংস্থার সাহায্যে ওই অ্যাম্বুল্যান্সগুলি দেওয়া হয়েছে। কোভিড রোগীদের বিনামূল্যে হাসপাতাল ও সেফ হোমে নিয়ে যাবে এই অ্যাম্বুল্যান্সগুলি। ওই সংস্থা দুটিই যাতায়াতের ব্যয়ভার বহন করবে বলে জানিয়েছে।

এই মূহূর্তে জেলায় করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪৭ হাজারের ওপর। মৃত্যু ছাড়িয়েছে ২৬৪ জন। শুক্রবারই জেলায় মৃত্যু হয়েছে ১২ জনের। এই পরিস্থিতিতে এই দুটি সেফ হোম অন্যতম ভরসাযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠল আসানসোলের করোনা রোগীদের জন্য।

আরও পড়ুন: ৮ দিনে পরিবারের ৩ সদস্যের মৃত্যু করোনায়, কোভিড যুদ্ধে জয়ী হয়েও একা ঈশানী 

মন্ত্রী মলয় ঘটক ছাড়াও এদিন সেফ হোম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিভু গোয়েল, পুলিশ কমিশনার অজয় ঠাকুর প্রমুখ। এর আগে আসানসোলের ইএসআই হাসপাতালে একটি সেফ হোম তৈরি করা হয়েছে। শহর ছাড়া গোটা মহকুমায় আরও ৮টি সেফ হোম চালু করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।