ভাবাচ্ছে উত্তর ২৪ পরগনা, ৭ জেলায় মৃত্যু শূন্য, আর আপনার জেলায়?
শনিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৮২ জন। মৃত্যু হয়েছে ১১৮ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ১৪৬ জন। সুস্থতার হার ৯৫.৭৪ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৭২ হাজার ৬৭২ টি।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সু্স্থতার পথে এগোচ্ছে বাংলা। ৪১ দিন পর গত মঙ্গলবার প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ১০ হাজারের নীচে। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৯৯। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৫ জন। শুক্রবার মৃত-০, শনিবার মৃত-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ২৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮৭ জন। শুক্রবার মৃত-০, শনিবার মৃত-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭৯ জন। শুক্রবার মৃত-৪, শনিবার মৃত-২।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৪ জন। শুক্রবার মৃত-০, শনিবার মৃত-১।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৫১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬৪। শুক্রবার মৃত-৫, শনিবার মৃত-১২।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১১ জন। শুক্রবার মৃত-৩, শনিবার মৃত-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৬ জন। শুক্রবার মৃত-০, শনিবার মৃত-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৫ জন। শুক্রবার মৃত-০, শনিবার মৃত-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৮ জন। শুক্রবার মৃত-৩, শনিবার মৃত-৪।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৪৮ জন। শুক্রবার মৃত-৭, শনিবার মৃত-১৩।
বীরভূম– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬২ জন। শুক্রবার মৃত-১, শনিবার মৃত-১।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৬ জন। শুক্রবার মৃত-২, শনিবার মৃত-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫৬ জন। শুক্রবার মৃত-২, শনিবার মৃত-১।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৪ জন। শুক্রবার মৃত-০, শনিবার মৃত-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬৩ জন। শুক্রবার মৃত-১, শনিবার মৃত-৫।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬৭ জন। শুক্রবার মৃত-২, শনিবার মৃত-১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩৫ জন। শুক্রবার মৃত-৪, শনিবার মৃত-২।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯০ জন। শুক্রবার মৃত-৩, শনিবার মৃত-৩।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬৪ জন। শুক্রবার মৃত-১২, শনিবার মৃত-৬।
হুগলি– গতকাল আক্রান্ত ৩৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১৩ জন। শুক্রবার মৃত-৭, শনিবার মৃত-৫।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৬৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৬৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩০০ জন। শুক্রবার মৃত-২৫, শনিবার মৃত-২৮।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৯৩ জন। শুক্রবার মৃত-৯, শনিবার মৃত-১১।
কলকাতা– গতকাল আক্রান্ত ৮৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৪৮ জন। শুক্রবার মৃত-২৩, শনিবার মৃত-২৩।
অন্যদিকে, শনিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৮২ জন। মৃত্যু হয়েছে ১১৮ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ১৪৬ জন। সুস্থতার হার ৯৫.৭৪ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৭২ হাজার ৬৭২ টি।