বড়দিনের আগে দক্ষিণেশ্বরের পথে মেট্রো, আগামিকাল থেকেই ট্রায়াল রান

নোয়াপাড়া, বরাহনগর হয়ে মেট্রো ঢুকবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এটি নর্থ সাউথ মেট্রোর সম্প্রসারিত অংশ।

বড়দিনের আগে দক্ষিণেশ্বরের পথে মেট্রো, আগামিকাল থেকেই ট্রায়াল রান
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Dec 22, 2020 | 12:18 PM

কলকাতা: বড়দিনের আগেই দক্ষিণেশ্বর (Dakkhineswar) অবধি ছুটবে মেট্রো (Metro Railway)। তবে এখনই যাত্রী নিয়ে নয়, চলবে পরীক্ষামূলকভাবে। বুধবার সেই ট্রায়াল রানের প্রথম দিন। ইতিমধ্যেই সবরকম প্রস্তুতি সেরে ফেলেছে কর্তৃপক্ষ। এদিন নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি পরীক্ষামূলকভাবে একটি ট্র্যাকে মেট্রো যাতায়াত করবে। দেড় থেকে দু’মাস চলবে ট্রায়াল রান। সব পরীক্ষায় পাশ করলে তারপরই যাত্রী নিয়ে দক্ষিণেশ্বরের পথে পুরোদমে ছুটবে মেট্রো।

দক্ষিণেশ্বর অবধি মেট্রো নিয়ে যাত্রীদের মধ্যে প্রথম থেকেই একটা আলাদা কৌতূহল তৈরি করে রেখেছে রেল। ভবতারিণী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মেট্রো স্টেশনটি। ভিতরের সাজসজ্জাতেও সেই ঐতিহ্যের ছোঁয়া থাকবে।

আরও পড়ুন: কয়লা-কাণ্ডে কলকাতায় সিবিআই হানা, একাধিক ব্যবসায়ীর বাড়িতে শুরু তল্লাশি

নোয়াপাড়া, বরাহনগর হয়ে মেট্রো ঢুকবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এটি নর্থ সাউথ মেট্রোর সম্প্রসারিত অংশ। পুরোদমে মেট্রো চালু হয়ে গেলে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের জন্য আলাদা মেট্রো ধরতে হবে। তবে মাস ছয়েক পরে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি একটি মেট্রোতেই যাতে যাওয়া যায়, সে পথ চালুর পরিকল্পনাও রয়েছে।