South Dinajpur: ঘরের ভিতর তখনও চুরি করছে চোর, আচমকা গৃহকর্তীর প্রবেশ…
Crime: খোয়া গিয়েছে নগদ প্রায় লক্ষাধিক গহনা।
বংশীহারী: হাতে গোনা আর মাত্র দু’দিন। আর তারপরই কালীপুজো (Kalipuja) ও পরে দীপাবলি। আলোর রোশনাইয়ে ভাসতে চলেছে রাজ্য সহ গোটা দেশ। কিন্তু এই উৎসবের আনন্দই মাটি হয়ে গেল বংশীহারীর এক পরিবারের। কালিপুজোর আগেই ওই বাড়ি থেকে চুরি প্রায় লক্ষাধিক টাকার গহনা অন্যান্য সামগ্রী।
জানা গিয়েছে, ভর সন্ধেয় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার বড়াইল এলাকার ওই বাড়ির বাসিন্দা মানিক বিশ্বাস। তার বাড়ির লকার ভেঙে লক্ষাধিক টাকার গহনা সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটে। যার .কারণে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মানিক বাবুর অনুপস্থিতিতে তার বাড়িতে এদিন চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে বংশীহারী থানার পুলিশ (Bangshihari Police)৷ পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, এই দিন গৃহকর্তী বীথিকা বিশ্বাস সন্ধে নাগাদ আনুমানিক সাড়ে সাতটা হবে, সেই সময় তার মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে বাড়ি ফেরেন। প্রতিদিনের মতো গতকালও তার অন্যথা হয়নি। তবে বাড়ির কাছে আসতেই চক্ষু-চড়কগাছ হয় তার। বীথিকা দেবী দেখেন লোহার মেইন গেট রয়েছে ভাঙা।
তৎক্ষনাত বাড়িতে ঢুকতেই দেখতে পান এক চোর বাড়ির সমস্ত চুরি করার সামগ্রী গুছিয়ে নিচ্ছে। পাশাপাশি আলমারির লকার ভাঙা। এছাড়াও অন্যান্য সমস্ত আসবাবপত্র এলোমেলো। কিছু বুঝে ওঠার আগেই গৃহকর্তী ও তার মেয়েকে ধাক্কা দিয়ে চম্পট দেয় ওই চোর।
এরপরই বীথিকাদেবীর চিৎকার-চেঁচামেচিতে এলাকাবাসীরা ছুটে আসেন তার বাড়িতে। যদিও বাড়ির অন্যান্য বড় বড় সামগ্রী নিয়ে পালাতে অসমর্থ হলেও, ততক্ষণে লক্ষাধিক টাকার সোনার গহনা খোয়া গিয়েছে। ঘটনার পরই খবর পেয়ে ঘটনাস্থানে আসে বংশীহারী থানার পুলিশ (bangshihari police)। বুনিয়াদপুর সহ সমগ্র বংশীহারী ব্লকের মাঝে মাঝেই চুরির ঘটনা ঘটেছে এলাকাবাসীরা পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বাসিন্দারা দাবি জানিয়েছেন অবিলম্বে চোরকে যেন গ্রেফতার করা হয়।
এদিকে গতকাল পশ্চিম বর্ধমানে আচমকা খনির ভিতর হানা দুষ্কৃতীদের। বাধা পেতেই চলল গুলি, খনির ভেতরেই বোমাবাজির (Bomb blast) অভিযোগ। রবিবার রাত ১২ টা থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ কয়লা চুরি করতে দুষ্কৃতীরা তামার তার কেটে খনিতে প্রবেশ করে। পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধও হয়।
সূত্রের খবর, রবিবার রাত ১২ টা নাগাদ কয়লাচুরি করতে খনিতে ভাগ্যলক্ষ্মী কোলিয়ারিতে পৌঁছয় ২০ জন দুষ্কৃতীর একটি দল। অভিযোগ, তামার তার কেটে খনির ভেতর ঢুকে যায় দুষ্কৃতীরা। তারপর থেকে খনির মধ্যেই রয়েছে তারা। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও সিআইএসএফ বাহিনী। কিন্তু তাতে দুষ্কৃতীদের টলানো যায়নি। রাত কাবার হলেও খনির মধ্যে থেকেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চালিয়ে যায় ওই দুষ্কৃতীরা।
আরও পড়ুন: Zika Virus: যোগী রাজ্যে আতঙ্কের নতুন নাম জ়িকা ভাইরাস, আক্রান্তের মধ্যে মহিলাই বেশি