Sukanta Majumdar: বাংলার ১৩ শ্রমিককে দুবাইয়ে আটকে রাখার অভিযোগ, সুকান্তর কাছে সাহায্য পরিবার

Sukanta Majumdar: পরিবারগুলি দাবি, জন প্রতি আড়াই লক্ষ টাকা ব্যয়ে দুবাইয়ে ভাল মানের কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন তাঁরা। ছয় তারিখে পৌঁছেই কাজের কথা শুনতেই মাথায় হাত ওই শ্রমিকদের। পরবর্তীতে বাড়িতে আসার কথা বললে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

Sukanta Majumdar: বাংলার ১৩ শ্রমিককে দুবাইয়ে আটকে রাখার অভিযোগ, সুকান্তর কাছে সাহায্য পরিবার
আটকে থাকা শ্রমিকরাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 1:35 PM

গঙ্গারামপুর: দুবাইয়ে কাজ করতে আটকে পড়েছে গঙ্গারামপুরের প্রায় ১৩ জন শ্রমিক। বাড়ি ফিরতে না পেরে তাঁরা ভিডিয়ো বার্তায় বাড়ি ফেরার আর্জি জানিয়েছেন। আটকে থাকার বিষয় জানতে পেরেই বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেন অসহায় পরিবারের সদস্যরা। বিষয়টি জানার পর বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলে আটক শ্রমিকদের বাড়ি ফেরানোর আশ্বাস দিয়েছেন সুকান্ত।

আটক শ্রমিকদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, গত ১ লা ডিসেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন বিপ্লব সরকার ও ভাগ্নে দেবাশীস সরকার সহ প্রায় ১৩ জন। অভিযোগ, প্রচুর বেতনের প্রতিশ্রুতি দিয়ে কম্পিউটারের কাজ করাতে নিয়ে গিয়ে নির্মাণ শ্রমিকের কাজে লাগানো হচ্ছে। এর প্রতিবাদ করায় দক্ষিণ দিনাজপুরের ১৩ জন শ্রমিককে একটি ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগ উঠেছে আরবের একটি সংস্থার বিরুদ্ধে। শনিবার ওই শ্রমিকরা একটি ভিডিয়ো বার্তায় পরিবারের কাছে দেশে ফেরানোর আর্জি জানিয়েছেন।

এই বার্তা পাওয়ার পরেই ওই পরিবারগুলি এদিন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বাসভবনে গিয়ে ওই শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে। সুকান্তবাবু এনিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

পরিবারগুলি দাবি, জন প্রতি আড়াই লক্ষ টাকা ব্যয়ে দুবাইয়ে ভাল মানের কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন তাঁরা। ছয় তারিখে পৌঁছেই কাজের কথা শুনতেই মাথায় হাত ওই শ্রমিকদের। পরবর্তীতে বাড়িতে আসার কথা বললে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। অন্যথায় এক লক্ষ টাকা দাবি করে দুবাইয়ের এক সংস্থা। জানা গিয়েছে, ওই শ্রমিকদের শুধু ঘরের মধ্যেই আটকে রাখা নয়। তাঁদের খাবার বা অন্যান্য খরচও দেওয়া হচ্ছে না।

ভিডিয়ো বার্তায় শ্রমিকরা বলেন, “একটি ছোট্ট ঘরের মধ্যে আমাদের তেরো জনকে আটকে রাখা হয়েছে। খাবার,ওষুধ সহ অন্যান্য খরচ দিতে অস্বীকার করছে। আমাদের বাড়ি ফিরিয়ে আনুন।” এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “খুব শীগ্রই বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে সকলকে দেশে ফেরার ব্যবস্থা করব।”