Sukanta Majumdar: দুবাইয়ে আটকে বাংলার শ্রমিক, বিদেশমন্ত্রীকে চিঠি সুকান্তর

Sukanta Majumdar: ১ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও অন্যান্য এলাকা থেকে বেশ কয়েকজন শ্রমিক দুবাইয়ে যান। অভিযোগ, কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয় সেখানে। ৬ তারিখ দুবাই পৌঁছন তাঁরা। এদিকে সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন কম পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করানো হচ্ছে তাঁদের। এরপরই দেশে ফিরে আসার কথা বলেন। অভিযোগ, কোনওভাবেই তাঁদের দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। একটি ভিডিয়ো বার্তায় এই শ্রমিকরা বিষয়টি জানান।

Sukanta Majumdar: দুবাইয়ে আটকে বাংলার শ্রমিক, বিদেশমন্ত্রীকে চিঠি সুকান্তর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 8:57 AM

গঙ্গারামপুর: দুবাইয়ে আটকে থাকা বাংলার শ্রমিকদের নামের তালিকা বিদেশমন্ত্রকের হাতে তুলে দিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। দুবাইয়ে আটকে রয়েছেন এ রাজ্যের ১৩ জন শ্রমিক। তাদের নামের তালিকা বিদেশমন্ত্রকের হাতে তুলে দিলেন বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার সেই তালিকা তুলে দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত ফিরিয়ে আনার বিষয়টি জানান। সুকান্ত জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

১ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও অন্যান্য এলাকা থেকে বেশ কয়েকজন শ্রমিক দুবাইয়ে যান। অভিযোগ, কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয় সেখানে। ৬ তারিখ দুবাই পৌঁছন তাঁরা। এদিকে সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন কম পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করানো হচ্ছে তাঁদের। এরপরই দেশে ফিরে আসার কথা বলেন। অভিযোগ, কোনওভাবেই তাঁদের দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। একটি ভিডিয়ো বার্তায় এই শ্রমিকরা বিষয়টি জানান।

এরপরই বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করে ওই যুবকদের পরিবার। সুকান্তও তাঁদের বাড়িতে ফিরিয়ে আনার আশ্বাস দেন। সোমবার এ নিয়ে দিল্লিতে বিদেশমন্ত্রকের সঙ্গে কথা হয় তাঁর।

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে তাঁর দফতরে গিয়ে আমি সমস্ত বিষয়টি তাঁকে জানাই। উনি আশ্বস্ত করেছেন, সেই দেশের সরকারের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই ওনাদের ভারতে তথা পশ্চিমবঙ্গে ফেরানো হবে।”