Smuggling: বাসের ভিতরে ওগুলো কী! কাছে যেতেই তাজ্জব পুলিশও
South Dinajpur: জানা গিয়েছে, গতকাল মালদা থেকে বালুরঘাটের উদ্দেশে দুটি বেসরকারি বাস আসছিল। গোপন সূত্রে হরিরামপুর থানা ও ট্রাফিকের কাছে খবর আসে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করা হচ্ছে।
হরিরামপুর: প্রায় ৮ লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার। পাচারের আগে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে উদ্ধার বিপুল পরিমাণে ওই নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। বুধবার রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ মেহেন্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দু’টি গাড়ি থেকে ৪ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। দু’টি বাস ও নিষিদ্ধ কাফ সিরাপগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই ঘটনায় আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাজেয়াপ্ত হওয়া ফেনসিডিল গুলি বাংলাদেশে পাচারের জন্য জেলায় আসছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের৷ এই পাচার চক্রে কে বা কারা আছে তার তদন্ত শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, গতকাল মালদা থেকে বালুরঘাটের উদ্দেশে দুটি বেসরকারি বাস আসছিল। গোপন সূত্রে হরিরামপুর থানা ও ট্রাফিকের কাছে খবর আসে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়েই হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার ও গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এক যোগে তল্লাশি চালায় দুটি বাসে। সেই সময় দুটি বাসের ছাদ থেকে বেশ কয়েকটি কাটুন উদ্ধার হয়। যার মধ্যেই সারি সারি ভাবে রাখা ছিল নিষিদ্ধ কাফ সিরাপ। পরে কার্টুন থেকে ৪ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার হয়৷ যার বাজার মূল্য ৮ লাখ৷ নিষিদ্ধ কাফ সিরাপ গুলি মালদা থেকে জেলায় আসছিল, পরে এই ফেনসিডিল পাচার করা হত বা বাংলাদেশে বলেই অনুমান পুলিশের৷ এই পাচার চক্রে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি, কোথা থেকে কোথায় ফেনসিডিল গুলি যাচ্ছিল তাও খতিয়ে দেখছে হরিরামপুর থানার পুলিশ।
এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে৷ কাফ সিরাপ গুলি জেলাতেই আসছিল। এই নিয়ে মামলা শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে৷’