Biplab Mitra: ‘বেকার সমস্যা মেটাতে রাজ্যের মেলাগুলি ভূমিকা গুরুত্বপূর্ণ’, মন্তব্য ক্রেতাসুরক্ষা মন্ত্রীর
Biplab Mitra: মঙ্গলবার দুপুরে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সবলা মেলা ২০২২ -২০২৩-র শুভ উদ্বোধন করলে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র।
বালুরঘাট: ‘যখন দেশে ক্রমবর্ধমান বেকারত্ব বাড়ছে, ঠিক সেই জায়াগায় থেকে রাজ্য সরকার বিভিন্ন মেলার মাধ্যমে বেকার সমস্যা কমার ক্ষেত্রে এই মেলা গুলো কার্যকরী ভুমিকা নিচ্ছে’। বালুরঘাটে সবলা মেলার উদ্বোধনী এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। মন্ত্রী জানান যে, কারণ এই সব মেলার প্রধান উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও পুরুষদের আরও স্বনির্ভর করে তোলা। পাশাপাশি বাড়তি উপার্জন করায় লক্ষ্য সরকারের।
মঙ্গলবার দুপুরে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সবলা মেলা ২০২২ -২০২৩-র শুভ উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি ললিতা টিজ্ঞা, সদর মহকুমা শাসক সুমন দাসগুপ্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনরা। এদিন থেকে এই মেলার আয়োজন করা হয় বালুরঘাট হাই স্কুল মাঠে।
মঙ্গলবার থেকে চালু হওয়া এই মেলা চলবে আগামী ১৬ শে জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দ্বারা পরিচালিত বিভিন্ন হস্তশিল্পের স্টল বসেছে মেলায়। এবারে সব মিলিয়ে ৪৬ টি স্টল রয়েছে মেলা প্রাঙ্গণে। সবলা মেলার পাশাপাশি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বালুরঘাট হাই স্কুল মাঠে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও পুরুষদের আরও বেশি স্বাবলম্বী হতে এই মেলার আয়োজন করা হয়৷ এর ফলে অনেকটা বেকারত্ব কমছে বলেও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন ৷