Panchayat Election 2023: ফের পড়ল লাশ, উত্তর দিনাজপুরে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু কংগ্রেস কর্মীর

Panchayat Election 2023: নিহত কংগ্রেস কর্মীর নাম মহম্মদ জামিরউদ্দিন। গোয়ালপোখর থানার সাহাপুরের নয়াহাট এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।

Panchayat Election 2023: ফের পড়ল লাশ, উত্তর দিনাজপুরে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু কংগ্রেস কর্মীর
উত্তর দিনাজপুরে ঝরল রক্তImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 7:10 PM

উত্তর দিনাজপুর: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) মৃত্যু মিছিল যেন থামছেই না। এবার উত্তর দিনাজপুরে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু কংগ্রেস কর্মীর। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। নিহত কংগ্রেস কর্মীর নাম মহম্মদ জামিরউদ্দিন। গোয়ালপোখর থানার সাহাপুরের নয়াহাট এলাকায় উদ্ধার দেহ। তাঁর শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলে খবর। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। অসমর্থিত সূত্রে খবর। এদিন সকাল থেকে এখনও পর্যন্ত বাংলায় মৃত্যু হয়েছে ১৭ জনের। 

সূত্রের খবর, সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন মহম্মদ জামিরউদ্দিন। কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুুপ্তের অভিযোগ, ওই এলাকায় ভোট লুঠ করার চেষ্টা করছিল তৃণমূল। তাদের বাধা দেয় তাঁদের দলের লোকজন। তখনই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। তাতেই ঘটে মৃত্যুর ঘটনা। মোহিতবাবুর দাবি, সংঘর্ষের ঘটনায় তাঁদের দলের তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এখনও দুজনের পরিচয় জানা যায়নি।