Municipal Elections 2022: গ্রামীণ এলাকার ভোটার তৃণমূলের প্রার্থী হতেই বদলে গেল ভোটার কার্ডে ঠিকানা! জোর বিতর্ক বালুরঘাটে

Balurghat Municipality: বালুরঘাট মহকুমাশাসক দফতর সূত্রে জানা গিয়েছে, অনুশ্রী মহন্ত জানুয়ারি মাসে পুরসভা এলাকার বাসিন্দা হতে চেয়ে আবেদন করেন। সম্প্রতি পুরএলাকার ভোটার তালিকায় তাঁর নামও ওঠে।

Municipal Elections 2022: গ্রামীণ এলাকার ভোটার তৃণমূলের প্রার্থী হতেই বদলে গেল ভোটার কার্ডে ঠিকানা! জোর বিতর্ক বালুরঘাটে
তৃণমূল প্রার্থী অনুশ্রী মহন্ত। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 7:52 PM

বালুরঘাট: কয়েকদিন আগে পর্যন্ত গ্রামীণ এলাকার ভোটার ছিলেন। কিন্তু অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পরই রাতারাতি পুর এলাকার ভোটার হয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী (TMC Candidate)। এমনকী নতুন ভোটার লিস্টে নামও উঠেছে তাঁর। কী করে এত কম সময়ে এত কিছু সম্ভব হল সেই প্রশ্ন তুলেই সরব হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি (BJP)। ভোটের মুখে এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট সদর মহকুমাশাসককে লিখিতভাবে অভিযোগও জানিয়েছে তারা। বালুরঘাট পুরসভার (Balurghat Municipality) ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে বিতর্ক দেখা দেয়। বিজেপির দাবি, এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনুশ্রী মহন্ত পঞ্চায়েত এলাকার ভোটার। গ্রামীণ ভোটার কীভাবে পুরনির্বাচনে প্রার্থী হতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ওই তৃণমূল প্রার্থীর প্রার্থিপদ বাতিলের দাবিতে মহকুমাশাসক তথা বালুঘাট পুরসভার নির্বাচনী আধিকারিক সুমন দাশগুপ্তের কাছে লিখিত অভিযোগ এদিন জমা দেয় বিজেপি। অপরদিকে বাম শরিক আরএসপির পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে ওই প্রার্থীর বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তৃণমূলের বক্তব্য, অনুশ্রী মহন্ত গ্রামীণ এলাকা থেকে পুরএলাকায় নাম তুলেছেন আবেদন করেই।

বালুরঘাট মহকুমাশাসক দফতর সূত্রে জানা গিয়েছে, অনুশ্রী মহন্ত জানুয়ারি মাসে পুরসভা এলাকার বাসিন্দা হতে চেয়ে আবেদন করেন। সম্প্রতি পুরএলাকার ভোটার তালিকায় তাঁর নামও ওঠে। কমিশনের নিয়ম মোতাবেক, নতুন ভোটার তালিকায় পুরএলাকার ভোটার হ‌ওয়ায় অনুশ্রী মহন্তর প্রার্থিপদ বৈধ। যদিও এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, “গত ৭ জানুয়ারির ভোটার তালিকায় অনুশ্রী মহন্ত গ্রামীণ এলাকার ভোটার বলেই জানতাম। অথচ ৯ তারিখের ভোটার তালিকায় তাঁর নাম পুরএলাকার হয়ে গেল। এদিকে উনি ৯ তারিখেই মনোনয়ন জমা দিয়েছেন। এখানে দুর্নীতির গন্ধ রয়েছে।”

এ বিষয়ে আরএসপি নেতা প্রলয় ঘোষের বক্তব্য, “আমাদের কাছে প্রশাসন থেকে দেওয়া ভোটার তালিকায় তৃণমূল প্রার্থীর নাম নেই। অথচ ৯ তারিখের তালিকায় নাম রয়েছে ওনার। এটা দুর্নীতি ছাড়া আর কিছুই নয়।” যদিও তৃণমূল জেলা কো অর্ডিনেটর সুভাষ চাকির কথায়, “বিজেপির কোনও ইস্যু নেই। সে কারণে বিষয়টি না জেনেই ভিত্তিহীন অভিযোগ করেছে। যে কোনও ভোটার তাঁর নাম, ঠিকানা এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করতেই পারেন। এটা সংশোধনের আবেদনের মাধ্যমেই হয়। ফলে নির্বাচন কমিশন আইন মেনেই কাজ করেছে।” যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সেই তৃণমূলের প্রার্থী অনুশ্রী মহন্ত জানান, জানুয়ারি মাসেই তিনি পুরএলাকার ভোটার তালিকায় নাম তোলার আবেদন করেন। নতুন তালিকায় তাঁর নামও আসে। একেবারেই সাধারণ ব্যাপার এটা।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা