TMC: তৃণমূলের পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তপনে
Balurghat: তৃণমূলের বুথ প্রেসিডেন্ট মহম্মদ সাদেকুল সরকার বলেন, "ওদের মিটিং মিছিলে লোক হচ্ছে না। সেই রাগে আমাদের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে থাকা পতাকা, ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। উপযুক্ত শাস্তি চাই আমরা।"

দক্ষিণ দিনাজপুর: দ্বিতীয় দফায় অর্থাৎ ২৬ এপ্রিল ভোট জেলায়। তার আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তৃণমূলের দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তপন থানা এলাকায়। ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে তা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি এই অভিয। বৃহস্পতিবার তপন থানার আজমতপুর গ্রামপঞ্চায়েতের বাসুরিয়া গ্রামে এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার পুলিশ। যান অতিরিক্ত পুলিশ সুপারও।
তৃণমূল কর্মীদের অভিযোগ, রাতের অন্ধকারে এসব করা হয়েছে। তাঁদের দাবি, বাসুরিয়া খুবই শান্তিপূর্ণ এলাকা। বিজেপি সেটাকেই নষ্ট করতে চাইছে। আগে কোনওদিন এখানে এরকম ঘটনা ঘটেনি বলেও দাবি করে তাঁদের। তৃণমূলের বুথ প্রেসিডেন্ট মহম্মদ সাদেকুল সরকার বলেন, “ওদের মিটিং মিছিলে লোক হচ্ছে না। সেই রাগে আমাদের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে থাকা পতাকা, ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। উপযুক্ত শাস্তি চাই আমরা।”
বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর দাবি, “বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে না। আর যে এলাকার কথা বলা হচ্ছে সেখানে দিনের পর দিন আমাদের কর্মীদের উপর অত্যাচার করে চলে। সেখানে আমাদের কর্মীরা কিছু করতে পারে এটাই তো অবিশ্বাস্য।”





