Loksabha Election 2024: মহিলা পরিচালিত বুথে শৌচাগার নিয়ে ‘অসন্তোষ’, ছুটে এলেন ব্লকের রিটার্নিং অফিসার
Balurghat: শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। বৃহস্পতিবার বিকালের মধ্যেই প্রত্যেকটি বুথে ভোট কর্মীরা পৌঁছে যান। নামাবঙ্গী স্কুলে মহিলাদের দ্বারা পরিচালিত ৪টি বুথ রয়েছে। সেখানে ১৬ জন মহিলা ভোটকর্মী রয়েছেন। মহিলারা এসে দেখেন, শৌচালয়ের অবস্থা খুবই খারাপ। এরপরই ভোটকর্মীরা সেক্টর অফিসে জানান। জানতে পেরে এসে পৌঁছন বালুরঘাট ব্লকের রিটার্নিং অফিসার সম্বলকুমার ঝাঁ।

বালুরঘাট: বালুরঘাট শহরে মহিলা পরিচালিত বুথ। সেখানে অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন মহিলা ভোট কর্মীরা। বৃহস্পতিবার বিকালে বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী স্কুলের শৌচালয় অপরিস্কার অপরিচ্ছন্ন নিয়েই ক্ষোভ দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাটের বিডিও-সহ অন্যান্য আধিকারিকরা। কথা বলেন ভোটকর্মীদের সঙ্গে। ছুটে আসেন ব্লক রিটার্নিং অফিসার। তাঁর দাবি, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। মিটে গিয়েছে।
শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। বৃহস্পতিবার বিকালের মধ্যেই প্রত্যেকটি বুথে ভোট কর্মীরা পৌঁছে যান। নামাবঙ্গী স্কুলে মহিলাদের দ্বারা পরিচালিত ৪টি বুথ রয়েছে। সেখানে ১৬ জন মহিলা ভোটকর্মী রয়েছেন।
মহিলারা এসে দেখেন, শৌচালয়ের অবস্থা খুবই খারাপ। এরপরই ভোটকর্মীরা সেক্টর অফিসে জানান। জানতে পেরে এসে পৌঁছন বালুরঘাট ব্লকের রিটার্নিং অফিসার সম্বলকুমার ঝাঁ। তিনি বলেন, “এখানে একটা পরিত্যক্ত টয়লেট আছে। মহিলা ভোটকর্মী যাঁরা এসেছিলেন, তাঁদের কাছে খবর গিয়েছে সেটা ওনাদের জন্য। বাস্তবে সেটা ওনাদের জন্য নয়, ওটা পরিত্যক্ত। কেউই ব্যবহার করবেন না। এখানে পর্যাপ্ত ব্যবস্থা আছে। পরে আমি ওনাদের বিষয়টি বুঝিয়ে বলি। ওনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যে দু’মাস ধরে পরিশ্রম করছি, একটাই কারণ, কোনও অব্যবস্থা যেন না থাকে। আমি দায়িত্বের সঙ্গে বলছি, কোনও অব্যবস্থা নেই। বোঝার ভুলেই এত কিছু।” ভোটকর্মী শ্রাবণী সরকারও জানান, সমস্যা ছিল। পরে কথা বলে তা মিটিয়ে নেওয়া হয়েছে।





