BJP: আলিপুরদুয়ার থেকে ৫০ বিজেপি কর্মীকে নিয়ে রওনা ট্রেনের, পুলিশের ‘বাধা’ অগ্রাহ্য করেই কলকাতার পথে
বালুরঘাট স্টেশন থেকে সোমবার সন্ধ্যা ৬টা ৫মিনিটে রওনা দিয়েছে বিজেপির ভাড়া করা স্পেশ্যাল ট্রেন।
বালুরঘাট: নবান্ন অভিযানকে মাথায় রেখে সাতটি ট্রেন ভাড়া করেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই সেই ট্রেনে চড়ে রওনা দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের তুফানগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে তিনটি ট্রেন রওনা দিয়েছে। বালুরঘাট স্টেশন থেকে সোমবার সন্ধ্যা ৬টা ৫মিনিটে রওনা দিয়েছে বিজেপির ভাড়া করা স্পেশ্যাল ট্রেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা থেকে প্রচুর কর্মী সমর্থক নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি আলিপুরদুয়ার থেকে মাত্র ৫০ জন বিজেপি কর্মীকে নিয়ে রওনা দেয় ট্রেন। অবশ্য পরবর্তী বিভিন্ন স্টেশনে সেই ট্রেনে লোক উঠবে বলে জানা গিয়েছে। তুফানগঞ্জ থেকেও রওনা দিয়েছে ট্রেন। কিন্তু বিজেপির অভিযোগ, উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে বিজেপি কর্মী সমর্থকদের ট্রেনে উঠবে বাধা দিচ্ছে পুলিশ।
পাঁচ হাজার কর্মী সমর্থক নিয়ে বালুরঘাট থেকে হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছে ট্রেন। বালুরঘাট রেল স্টেশনের পর মল্লিকপুর, রামপুর বাজার, মালঞ্চা, গঙ্গারামপুর, বুনিয়াদপুর ও দৌলতপুর স্টেশনে দাঁড়াবে স্পেশাল ট্রেনটি। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে যাতে কোন সমস্যা নয় তার জন্য প্রত্যেকটি কামরায় একজন করে ইনচার্জ রাখা হয়েছে। ট্রেনটিতে মোট ১৮ টি কামরা রয়েছে। বালুরঘাট রেল স্টেশনে দলীয় কর্মীরা যাতে ভালোভাবে যেতে পারে তার জন্য বালুরঘাট রেল স্টেশনে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। মালঞ্চা স্টেশন থেকে ওঠেন বিজেপির জেলা সভাপতি সড়ক চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। আলিপুরদুয়ার এবং তুফানগঞ্জ থেকে ট্রেন আসবে শিয়ালদহে। তিনটি ট্রেনই পৌঁছবে মঙ্গলবার ভোরে।
ইতিমধ্যেই স্টেশনগুলিতে ক্যাম্প অফিস চালু করেছে বিজেপি। সেই ক্যাম্প অফিসে এসে জড়ো হচ্ছেন বিজেপি কর্মীরা। সেখান থেকেই মিছিল করে স্টেশনে প্রবেশ করে ট্রেনে চাপছেন পদ্মশিবিরের কর্মীরা। তিনটি ট্রেনে গড়ে ১৫ থেকে ১৮ হাজার কর্মিকে কলকাতা অভিমুখে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সহ সভাপতি রথীন্দ্রনাথ ঘোষ।
উত্তরবঙ্গের পাশাপাশি দীঘা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং আসানসোল থেকেও ট্রেন আসবে হাওড়ায়। এই সব ট্রেনই সোমবার রাতে ছেড়ে মঙ্গলবার ভোরে হাওড়ায় পৌঁছবে। সেখান থেকেই নবান্ন অভিযানে যাবেন বিজেপি কর্মীরা।