Sukanta Majumdar On Dilip Ghosh: ‘দিলীপদার’ হারের পিছনে ‘আসল সত্যিটা’ বলেই দিলেন সুকান্ত

Sukanta Majumdar On Dilip Ghosh: এ দিন,সুকান্ত বললেন, "আমার বিশ্বাস ছিল দিলীপদা জিতে যাবেন। উনি আমাদের সকলের নেতা। আমরা সকলে শ্রদ্ধা করি। ওনার কেন্দ্র পরিবর্তনের জন্যই হয়ত হেরে গেলেন।" একা দিলীপ নয়, সুকান্ত মেনে নিতে পারেনি নিশীথ প্রামাণিকের পরাজয়ও।

Sukanta Majumdar On Dilip Ghosh: 'দিলীপদার' হারের পিছনে 'আসল সত্যিটা' বলেই দিলেন সুকান্ত
ফাইল চিত্র। Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2024 | 2:28 PM

বালুরঘাট: কেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সরানো হল বিজেপি নেতা দিলীপ ঘোষকে? কেনই বা বর্ধমান-দুর্গাপুর থেকে তাঁকে টিকিট দেওয়া হল? প্রথম দিন থেকেই এই জল্পনা চলছিল। পরে তৃণমূলের কীর্তি আজাদের কাছে তাঁর পরাজিত হওয়ার পর সেই চর্চা আরও বাড়ে। অবশেষে দিলীপের হেরে যাওয়া নিয়ে আক্ষেপের সুর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়।

এ দিন,সুকান্ত বললেন, “আমার বিশ্বাস ছিল দিলীপদা জিতে যাবেন। উনি আমাদের সকলের নেতা। আমরা সকলে শ্রদ্ধা করি। ওনার কেন্দ্র পরিবর্তনের জন্যই হয়ত হেরে গেলেন।” একা দিলীপ নয়, সুকান্ত মেনে নিতে পারেনি নিশীথ প্রামাণিকের পরাজয়ও। বলেন, “নিশীথ আমার কাছে অপ্রত্যাশিত। ভেবেছিলাম সিট ঠিক বের করে নেবে। কোনও কারণে হয়ত হয়নি। পরেরবার জিতে যাবে।”

রাজনীতিতে দিলীপ ঘোষের এই পরাজয় মেনে নিতে পারেননি অনেকেই। কেন্দ্র পরিবর্তনের পর কার্যত মাঠে-ময়দানে নেমে প্রচার করতে দেখা গিয়েছিল বরাবরের ‘ডাকাবুকো’ বিজেপি এই নেতাকে। কিন্তু পরাজয়ের পর আজ প্রথম তাঁকে বিস্ফোরক কিছু কথা বলতে শোনা যায়। তিনি বলেই দিলেন, “যাঁরা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন।” সঙ্গে এও বলতে ভুললেন না, চক্রান্ত ও কাঠিবাজি রাজনীতি অঙ্গ। অন্যদিকে, সুকান্তও বলেছেন, “সিদ্ধান্ত হয়ত অন্য কেউ নেবে। তবে দায় আমাকেই নিতে হবে।” ফলে বিজেপি-র আদি দুই নেতা কেন্দ্র বদল নিয়ে ঠিক কার দিকে ইঙ্গিত করছেন তা যদিও জানা যায়নি।