Tapan Accident: পুলিশের গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

Tapan Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বালুরঘাটের অভিমুখে আসামী নিয়ে যাচ্ছিল পুলিশ ভ্যানটি। এবং গঙ্গারামপুরের অভিমুখে যাচ্ছিল লরিটি।

Tapan Accident: পুলিশের গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
তপনে ভয়ঙ্কর দুর্ঘটনা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 11:25 AM

তপন: পুলিশ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার তপনের রামপুরে। পুলিশ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জন। যার মধ্যে একজন পুলিশ ভ্যানের আসামী রয়েছে৷ এছাড়াও আহত হয়েছেন লরির চালক ও খালাসি। আহতদের চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। লরির গতি এতটাই ছিল যে পুলিশ ভ্যানকে ধাক্কা মেরে রাস্তার পাশে দাঁড় করানো বেশ কয়েকটি বাইক পিষে দেয়৷ পরে রামপুর ফাঁড়ির পুলিশ দুটি গাড়িকে উদ্ধার করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটে তপন থানার রামপুর এলাকার জাতীয় সড়কে৷ পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি৷ শুরু হয় যান চলাচল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বালুরঘাটের অভিমুখে আসামী নিয়ে যাচ্ছিল পুলিশ ভ্যানটি। এবং গঙ্গারামপুরের অভিমুখে যাচ্ছিল লরিটি। রামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। লরিটি রাস্তা ধারে দাঁড় করানো কয়েকটি মোটরবাইক পিষে দেয়। ঘটনায় লরির চালক, খালাসি সহ পুলিশ ভ্যানের একজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাকি পুলিশ ভ্যানের অন্যরা অল্প বিস্তর আহত হয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।