Atrayee River: ভরা বর্ষায় আত্রেয়ীর বাঁধে ফাটল, বালুরঘাট শহরের মানুষ ভয় পাচ্ছেন
Balurghat: বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় আত্রেয়ী নদীর কংক্রিটের বাঁধে বড়সড় ফাটল দেখা দিয়েছে। এর জেরে বাঁধের বেশ কিছুটা অংশ বসে গিয়েছে বলেও এলাকারলোকজনের দাবি। আত্রেয়ীর দু'পারকে জুড়ে রাখে সরোজ রঞ্জন সেতু। বাঁধে ফাটল ধরতেই সেতুর ভবিষ্যৎ ভাবাচ্ছে।
বালুরঘাট: এ বছর বর্ষায় কার্যত ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা। পাহাড়, ডুয়ার্স, সমতলে পুরোদমে ঢুকে গিয়েছে বর্ষা। আর বর্ষা ঢুকতেই উত্তরের নদীগুলি উত্তাল। পাহাড়ি তিস্তার কথা তো না বলাই ভাল। তোলপাড় চলছে। প্রমাদ গুনছে আত্রেয়ী নদী সংলগ্ন এলাকার মানুষও।
বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় আত্রেয়ী নদীর কংক্রিটের বাঁধে বড়সড় ফাটল দেখা দিয়েছে। এর জেরে বাঁধের বেশ কিছুটা অংশ বসে গিয়েছে বলেও এলাকারলোকজনের দাবি। আত্রেয়ীর দু’পারকে জুড়ে রাখে সরোজ রঞ্জন সেতু। বাঁধে ফাটল ধরতেই সেতুর ভবিষ্যৎ ভাবাচ্ছে।
এদিকে আত্রেয়ীর জল বেড়েই চলেছে। খুবই চিন্তায় চকভৃগুবাসী। তার মধ্যে আবার সোমবার দেখা গিয়েছে ফাটল। তাঁরা ভয় পাচ্ছেন, পাছে বাঁধ ভেঙে না যায়। খবর পেয়ে এদিন দুপুরেই সেচ দফতরের ইঞ্জিনিয়ার, আধিকারিকরা ঘটনাস্থলে যান। ছবি তোলেন তাঁরা। কিন্তু চিন্তা একটাই। বর্ষার মরসুমে বাঁধের কাজও যে খুব একটা করা যাবে না।
এই প্রথমবার নয়, এর আগেও আত্রেয়ীর তোড়ে বালুরঘাটে একাধি বাঁধে ফাটল দেখা গিয়েছে। পরে তা মেরামতও করা হয়। তবে বর্তমানে বেশ কিছু নদীর বাঁধ বেশ দুর্বল। তাতে আবার এই ফাটল। একেবারেই শহরের সরোজ রঞ্জন সেতুর কাছে সেই ফাটল। কংক্রিটের বাঁধ, তাতেও ফাটল।
বালুরঘাট সদরের সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুর মিশ্র বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম। একটা গর্ত রয়েছে। সেই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে ওই জায়গাটি পূর্ত দফতরের অধীনে রয়েছে। তাই ওই বিষয়টি তাদের জানানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”