Liquor Agitation: বাড়ির ছেলেরা নেশায় ডুবছে! গ্রামে চোলাইয়ের ঠেক বন্ধের দাবি মহিলাদের

South Dinajpur: গ্রামের মহিলাদের বক্তব্য, বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও এখনও পর্যন্ত সমস্যার কোনও সুরাহা হয়নি। এমন অবস্থায় এবার তাই হাতে লাঠি, ঝাঁটি নিয়ে বিক্ষোভ দেখান গুপীনাথপুর গ্রামের মহিলারা। তাঁদের দাবি, ওই চোলাই মদের ঠেকগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে।

Liquor Agitation: বাড়ির ছেলেরা নেশায় ডুবছে! গ্রামে চোলাইয়ের ঠেক বন্ধের দাবি মহিলাদের
লাঠি-ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2024 | 7:30 PM

তপন: লাঠি-ঝাঁটা হাতে রাস্তায় নেমে বিক্ষোভ মহিলাদের। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার গুপীনাথপুরে এমনই এক প্রতিবাদের ছবি দেখা গেল। কিন্তু কেন হঠাৎ এমন বিক্ষোভ মহিলাদের? খোঁজখবর নিতে গিয়ে জানা গেল, এলাকায় চোলাই মদের ঠেক ঘিরে গ্রামের মহিলাদের তীব্র অসন্তোষ রয়েছে। তাঁদের অভিযোগ, এলাকায় প্রচুর চোলাই মদের দোকান গজিয়ে উঠছে। সেই কারণে এলাকার যুবকদের মধ্যে নেশার প্রতি আসক্তি বাড়ছে। আর এসবের মধ্যে নিত্যদিন তাঁদের বাড়িতে অশান্তি লেগে থাকছে।

গ্রামের মহিলাদের বক্তব্য, বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও এখনও পর্যন্ত সমস্যার কোনও সুরাহা হয়নি। এমন অবস্থায় এবার তাই হাতে লাঠি, ঝাঁটি নিয়ে বিক্ষোভ দেখান গুপীনাথপুর গ্রামের মহিলারা। তাঁদের দাবি, ওই চোলাই মদের ঠেকগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে। প্রশাসন যাতে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করে সেই আর্জি জানিয়েছেন গ্রামের মহিলারা।

উল্লেখ্য, গ্রামের ভিতর মদের দোকানকে কেন্দ্র করে এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এলাকার মহিলাদের ক্ষোভের ছবি ধরা পড়েছে সাম্প্রতিক সময়ে। কখনও নদিয়ার কৃষ্ণনগরে, কখনও মালদার হরিশচন্দ্রপুুরে উঠে এসেছে এই জাতীয় অভিযোগ। প্রতিটি ক্ষেত্রেই মহিলাদের কম-বেশি একই অভিযোগ, গ্রামের মধ্যে মদের দোকান থাকার কারণে ঘরের ছেলেরা নেশার প্রতি আসক্ত হয়ে পড়ছে। এবার ফের মদের দোকান গজিয়ে ওঠার বিরুদ্ধে প্রতিবাদে নামতে দেখা গেল দক্ষিণ দিনাজপুরের তপনে।