Balurghat: এবার সিঁধ কেটে তিনটি দোকান থেকে চুরি করে নিয়ে গেল চোর
Balurghat: জানা গিয়েছে, সোনার দোকান থেকে প্রায় ৮০ হাজার টাকার সোনা ও রূপোর জিনিস চুরি গিয়েছে,একটি স্টেশনারি দোকান থেকে ১০ হাজার টাকার সামগ্রী খোয়া গিয়েছে এবং একটি ওষুধের দোকান থেকে নগদ টাকা ও ওষুধ সামগ্রী নিয়ে পালিয়ে গিয়ে দুষ্কৃতীরা। বুধবার সকালে এই বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বালুরঘাট: ফের বালুরঘাট থানা এলাকায় চুরি। বুধবার গভীর রাতে বালুরঘাট শহর লাগোয়া বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের নলতাহার মোড়ে পরপর তিনটি দোকানে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, টিনের দোকানের সিঁধ কেটে দোকানের ভিতরে ঢুকে সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, সোনার দোকান থেকে প্রায় ৮০ হাজার টাকার সোনা ও রূপোর জিনিস চুরি গিয়েছে,একটি স্টেশনারি দোকান থেকে ১০ হাজার টাকার সামগ্রী খোয়া গিয়েছে এবং একটি ওষুধের দোকান থেকে নগদ টাকা ও ওষুধ সামগ্রী নিয়ে পালিয়ে গিয়ে দুষ্কৃতীরা। বুধবার সকালে এই বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যা নিয়ে বুধবার বিকেলে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিন ব্যবসায়ী। ব্যবসায়ীদের দাবি, ওই এলাকায় রাতে কোনও প্রকার পুলিশি নিরাপত্তা থাকে না। তাই এমন চুরির ঘটনা বেড়েই চলেছে। তাই এলাকার সমগ্র ব্যবসায়ীরা একত্রিত হয়ে পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের নলতাহার বাজার রয়েছে। ওই বাজারে প্রায় ৩০টির মত দোকান রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ এর আগেও ওই বাজারে চুরির ঘটনা ঘটেছে। এদিন ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বারবার চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে ওই এলাকার সোনার দোকানের মালিক সুদেব কর্মকার বলেন, “রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। সকালে গিয়ে দেখছি দোকানের চুরি হয়ে গিয়েছে। আমার দোকান নয়, পরপর আরও দুটি দোকানে চুরি হয়েছে।” এ বিষয়ে বালুরঘাট ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, “লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগ খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।”