Darjeeling to Digha: সাইকেলে ‘দার্জিলিং টু দিঘা’ বাংলাদেশি যুবকের, কারণ শুনলে চমকে যাবেন
Purba Medinipur: বাংলাদেশের কুমিল্লার মেঘনা থানার চালিভাঙার বাসিন্দা মহম্মদ আল আমিন। সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ঘুরেছেন তিনি। সাইক্লিং এর সঙ্গে তিনি সাঁতারেও পারদর্শী। গত ২১ জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি। ২২ জানুয়ারি দার্জিলিং সাইকেলে যাত্রা শুরু করেন।
পূর্ব মেদিনীপুর: প্রতিটা মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা থাকা দরকার। সেই বার্তা পাহাড় থেকে সমুদ্রে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সাইকেলে দার্জিলিং থেকে দিঘা এলেন বাংলাদেশের এক যুবক। আমিন বলেন, “হার্ট সুস্থ রাখার জন্য সাইক্লিং করা কতটা গুরুত্বপূর্ণ সেটাই সকলকে জানানো আমার মূল উদ্দেশ্য। দার্জিলিং থেকে দিঘা প্রায় ৯০০ কিলোমিটার পথ আমি বেছে নিই। আমার আসতে সময় লেগেছে ৮ দিন। পাহাড় থেকে সমুদ্র পরিকল্পনা ছিল। পথে যেখানেই থেমেছি, মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। একটা কথাই বলতে চেয়েছি, নিজের জন্য নিজেকে সময় দিতে হবে। দৌড়, সাইকেল চালানো বা সাঁতার, যাই হোক কিছু একটা রোজকার অভ্যাস থাকা দরকার।”
বাংলাদেশের কুমিল্লার মেঘনা থানার চালিভাঙার বাসিন্দা মহম্মদ আল আমিন। সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ঘুরেছেন তিনি। সাইক্লিং এর সঙ্গে তিনি সাঁতারেও পারদর্শী। গত ২১ জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি। ২২ জানুয়ারি দার্জিলিং সাইকেলে যাত্রা শুরু করেন।
আমিন জানান, সারাদিন গড়ে ১৩০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন তিনি। মূলত সন্ধ্যা অবধি সাইকেল চালিয়ে রাতের দিকটা বিশ্রাম নিতেন তিনি। সোমবার রামনগরে আসার পর রামনগর-১ পঞ্চায়েত সমিতির তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিবেশী দেশে এসে দীর্ঘপথ অতিক্রম করে দারুণ খুশি তিনিও।
রামনগর-১ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায় জানান, পঞ্চায়েত সমিতির এক সদস্য এই যুবকের এমন সচেতনতা প্রচারকে উৎসাহ দিতে সম্মানিতও করেন। আমিন জানান, বাংলাদেশের সঙ্গে এপার বাংলার কৃষ্টি, সংস্কৃতিকেও এই সুযোগে চাক্ষুষ করাও হয়ে গেল তাঁর।