S Jaishankar on Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ‘সোনার পাথরবাটি’, সত্যি তথ্যটা তুলে ধরলেন বিদেশমন্ত্রী
Minorities in Bangladesh: এস জয়শঙ্কর বলেন, "আমরা সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে নানাভাবে জবাব দিয়েছি। আমরা সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে সরব হচ্ছি এবং নিজেদের অবস্থান স্পষ্ট করছি লাগাতার। যদি কোনও সংখ্যালঘু ভারতে আসেন, তবে তাদের মানবিকতার দৃষ্টিতে দেখা হচ্ছে।"

নয়া দিল্লি: ফের লোকসভায় উঠল বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা এখনও ভারত সরকারের চিন্তার কারণ, লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এ কথাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
শুক্রবার সংসদে প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের কী অবস্থা, সেই প্রসঙ্গ তোলা হয়। এরই জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “২০২৪ সালে বাংলাদেশের হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর ২৪০০রও বেশি হামলার ঘটনা ঘটেছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত ৭২টি হামলার ঘটনা ঘটেছে। ভারতের কাছে এটা এখনও উদ্বেগের বিষয়।”
বিদেশমন্ত্রী আরও বলেন “ভারতের তরফে রাষ্ট্রদূত এই বিষয় নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার বিষয় উত্থাপন করা হয়েছে ঢাকায় বিচেশ সচিবের সফরের সময়ও”।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও বলেন যে পাকিস্তান ও বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা সবথেকে খারাপ। সংখ্যালঘুদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের সঙ্গে যে চুক্তিগুলি রয়েছে, তা কি পুনর্গঠন করা যায়? এই প্রশ্নের জবাবেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “আমরা সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে নানাভাবে জবাব দিয়েছি। আমরা সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে সরব হচ্ছি এবং নিজেদের অবস্থান স্পষ্ট করছি লাগাতার। যদি কোনও সংখ্যালঘু ভারতে আসেন, তবে তাদের মানবিকতার দৃষ্টিতে দেখা হচ্ছে। তাদের দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হচ্ছে। ২০১৪ সাল থেকে আমরা ৫০ হাজারেরও বেশি ভিসা দিয়েছি, যারা পাকিস্তান থেকে ভারতে এসেছেন।”





