Siliguri: ‘নিষিদ্ধ’ পর্ন দেখলেই নোটিস পাঠাচ্ছে ‘CBI’?

Siliguri: আপনি পর্ন সাইট দেখছেন, শিশুদের নিয়ে তৈরি ভিডিয়ো দেখছেন নিয়মিত। আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ন্যাশানাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ইমেল পেয়ে ঘুম ছুটেছিল এক ব্যক্তির। পরে পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি জানতে পারেন, সবটাই প্রতারণার ফাঁদ।

Siliguri: ‘নিষিদ্ধ’ পর্ন দেখলেই নোটিস পাঠাচ্ছে ‘CBI’?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2024 | 10:39 AM

শিলিগুড়ি: পর্নে আসক্তির নিরিখে পৃথিবীর তাবড় তাবড় দেশকে টেক্কা দিতে পারে ভারত। বেলাগাম ইন্টারনেটের দৌলতে পর্ন এখন মোবাইলে মোবাইলে। বহু পর্ন সাইট ভারতে ব্লক করা হলেও বিপিএনের দৌলতে তাতে বুড়ো আঙুল দেখিয়ে পর্নে মজে দেশের একটা বড় অংশের মানুষ। নাবালক-নাবালিকাদের মধ্যেও ক্রমেই বাড়ছে পর্ন দেখার প্রবণতা। তাতেই চিন্তায় অভিভাকেরা। এদিকে এবার এই পর্নকে হাতিয়ার করেই নিত্যনতুন প্রতারণার ফাঁদ পাতছে সাইবার জালিয়াতরা। আপনি পর্ন সাইট দেখছেন, শিশুদের নিয়ে তৈরি ভিডিয়ো দেখছেন নিয়মিত। আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ন্যাশানাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ইমেল পেয়ে ঘুম ছুটেছিল এক ব্যক্তির। পরে পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি জানতে পারেন, সবটাই প্রতারণার ফাঁদ।

অন্যদিকে সিবিআইয়ের তরফে নোটিস পেয়ে হতবাক আরও একজন। পরে বোঝেন সেটাও প্রতারণার ফাঁদ। সেখানেও ওই ব্যক্তিকে জানানো হয়, আপনি অন্যের পরিচয় ব্যবহার করে অবৈধ মানি লন্ডারিংয়ে  যুক্ত। সেই নোটিসেই কার্যত ঘুম ছোটে তাঁর। কিন্তু, কিছু সময়ের মধ্যে বোঝা যায় সেটিও জাল। এ নিয়ে শিলিগুড়িতে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন দু’জনেই। 

এক ভুক্তভোগী বলছেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি মেলটা এসেছে। খুবই চিন্তা শুরু হয়। আইনজীবীর সঙ্গে কথা বলি। ওনাকে একটা কপি পাঠাই। উনিই খোঁজখবর নিয়ে জানান পুরোটাই জালিয়াতদের কাজ। যদিও তারপরেও আরও একটা মেল এসেছিল। যা ডকুমেন্ট এসেছিল তা দেখলে একদম আসলের মতো দেখতে। সরকারি ট্য়াম্পও আছে। কোনও সাধারণ মানুষ দেখলে অবশ্যই আসল বলে ভেবে নেবেন।”  

আইনজীবি অত্রি শর্মা বলেন, “একদম আদ্যপান্ত আসল নোটিসের মতই দেখতে। সরকারি সিল মারা।  যা দেখলে লোপকে ঘাবড়ে যেতে বাধ্য। ভয় পেতে বাধ্য। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারকেরা। ওরা দুজনেই আমার কাছে আসেন। খোঁজ নিয়ে ওদের আশ্বস্ত করি। জানাই এসব জাল। পুলিশের কাছেও অভিযোগ দায়ের করি।”