Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire BrokeOut: গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, শনিবারের বারবেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

West Bengal: শিলিগুড়ির মাটিগাড়ার ঘটনা। সেখানেই রঙের গুদামে আগুন লেগেছে বলে খবর। যার জেরে তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়।

Fire BrokeOut: গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, শনিবারের বারবেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
শিলিগুড়িতে অগ্নিকাণ্ড (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2022 | 4:14 PM

শিলিগুড়ি: গলগল করে বেরচ্ছে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ। প্রথমে পোড়া গন্ধ থেকেই সন্দেহ হয়েছিল এলাকাবাসীর। তারপরই কাছে যেতেই চক্ষু-চড়কগাছ। রঙের গুদামে ততক্ষণে লেগে গিয়েছে ভয়াবহ আগুন।

রঙের কারখানায় আগুন(নিজস্ব ছবি)

শিলিগুড়ির মাটিগাড়ার ঘটনা। সেখানেই রঙের গুদামে আগুন লেগেছে বলে খবর। যার জেরে তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ বিষয়টি প্রথমে নজরে আসে এলাকাবাসীর। তাঁরাই গিয়ে দেখেন দাউ-দাউ করে জ্বলে যাচ্ছে রঙের ওই গুদাম। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দু’টি ইঞ্জিন এসে পৌঁছয় এলাকায়। ততক্ষণে যথারীতি ছড়িয়ে পড়েছে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও দু’টি ইঞ্জিন যায় এলাকায়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট চারটি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। যদিও এখনও পর্যম্ত আহত বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা রামু দাস বলেন, ‘দুপুরে আমরা দেখতে পাই ওই কারখানা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সকলে এগিয়ে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগাই। কিন্তু ভিতরে রঙ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।’ দমকলের এক আধিকারিক জানান, ‘রঙ কারাখানায় দাহ্য বস্তু থেকেই দ্রুত আগুন ছড়িয়েছে। প্রথমে দু’টি ইঞ্জিন এলাকায় যায়। আগুন নিয়ন্ত্রনে আনা যাচ্ছিল না। আরও দু’টি ইঞ্জিন এলাকায় নিয়ে আসা হয়।’