Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সর্বশিক্ষা অভিযানের হোস্টেল দুর্নীতির ‘ঘুঘু’! হিসেব মিলছে না ৩ কোটি টাকার…

Siliguri: তৃণমূলের শিক্ষক সমিতির নেতা বিভাস চক্রবর্তীর অভিযোগ, দুটি হোস্টেল তৈরীর ক্ষেত্রে চরম অনিয়ম ও বেনিয়ম হয়েছে। কয়েক কোটি টাকায় ওই হোস্টেল নির্মানে সর্বশিক্ষা অভিযান নিজেরা ই টেন্ডার না করে শিলিগুড়ি মহকুমা পরিষদকে দিয়ে কাজ করায়।

সর্বশিক্ষা অভিযানের হোস্টেল দুর্নীতির 'ঘুঘু'! হিসেব মিলছে না ৩ কোটি টাকার...
সেই হোস্টেল, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2021 | 7:29 PM

শিলিগুড়ি: সর্বশিক্ষা অভিযানের হস্টেল নির্মাণে দুর্নীতির অভিযোগ। শিলিগুড়ির (Siliguri) খড়িবাড়ি ও ফাঁসিদেওয়ার দুটি স্কুলে হস্টেল নির্মাণের টাকা ‘নয়ছয়’-এর অভিযোগে তদন্তের নির্দেশ জেলাশাসকের।  অভিযোগ, মোট ৬ কোটি টাকার প্রকল্পের মধ্য়ে ৩ কোটি টাকার কোনও যথাযথ প্রামাণ্য হিসেব নেই। হস্টেল নির্মাণে বিধি না মেনে হিসেব ছাড়াই কোটি টাকা খরচ ও নিম্নমানের সামগ্রী দিয়ে হোস্টেল নির্মাণের কাজ চালানোর অভিযোগে প্রকাশ্যেই সরব তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল।

তৃণমূলের শিক্ষক সমিতির নেতা বিভাস চক্রবর্তীর অভিযোগ, দুটি হোস্টেল তৈরীর ক্ষেত্রে চরম অনিয়ম ও বেনিয়ম হয়েছে। কয়েক কোটি টাকায় ওই হোস্টেল নির্মানে সর্বশিক্ষা অভিযান নিজেরা ই টেন্ডার না করে শিলিগুড়ি মহকুমা পরিষদকে দিয়ে কাজ করায়। সেই কাজ এখনো চলছে যা অত্যন্ত নিম্নমানের। ই-টেন্ডারিং ছাড়াই দরপত্র ডাকার অভিযোগ। কিন্তু এভাবে ফান্ড অনত্র নিয়ে যাওয়া যায় না বলেই জানিয়েছেন শিক্ষক সমিতির নেতা। পাশাপাশি, একই ঠিকাদারের বিভিন্ন সংস্থা কীভাবে সর্বশিক্ষায় কাজ পায় তা নিয়েও প্রশ্ন তুলেছে  তৃণমূল শিক্ষক সমিতি। বিভাসবাবুর আরও অভিযোগ, মহকুমা পরিষদের কিছু অধিকর্তাদের যোগসাজশে এই দুর্নীতি হয়ে চলেছে।

তৃণমূল শিক্ষক সমিতির নেতার কথায়, “মহকুমা পরিষদের  কিছু কর্তাদের যোগসাজশের জেরেই এই দুর্নীতি হয়ে চলেছে। আমরা আগেও অভিযোগ করেছি। প্রায় তিন কোটি টাকার হিসেবে গরমিল। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে ইতিমধ্যেই জেলাশাসকের কাছে আমরা লিখিত অভিযোগ জমা দিয়েছি।” শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও বাম নেতা তাপস সরকারের কথায়, ” গত বোর্ডে আমরা ক্ষমতায় থাকাকালে পদাধিকার বিলে আমিই সর্বশিক্ষা অভিযানের চেয়ারম্যান ছিলাম। দেখেছি বিস্তর গরমিল। কোটি কোটি টাকার হিসেব নাই। কোথায় কত খরচ হলো তার তথ্য নাই। আমি রিপোর্ট চেয়েছিলাম। সবটাই অপরিষ্কার। আমিও প্রায় আশি কোটি টাকার খরচের হিসেব চেয়েও শেষমেষ আট কোটি টাকার হিসেব পাইনি। যে হোস্টেল দুটি নির্মাণ নিয়ে অভিযোগ সেগুলি নিয়ে এর আগেও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছিল। আমি তদন্ত করার জন্য বলেছিলাম। কিন্তু কাজ হয়নি। এই হোস্টেল নির্মাণের কাজ আমাদের নয়, সর্বশিক্ষা অভিযানের। আমরা কাজটা শুরু করলেও এর শিলান্যাস বা কোন কিছুই আমাকে জানানো হত না। ”

এলাকায় গিয়ে দেখা যায় নিম্নমানের কাজ নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। তবে এ নিয়ে কেউ ভয়ে মুখ খুলতে চান নি। দুই স্কুলের প্রধান শিক্ষকেরা জানান, প্রকল্পের বিষয়ে তাঁরাও কিছু জানেন না। গোটা বিষয়টা নিয়েই স্কুল কর্তৃপক্ষ অন্ধকারে রয়েছে। যাঁদের বিরুদ্ধে এত অভিযোগ সেই সর্বশিক্ষা অভিযানের কর্তারা অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। তবে শিলিগুড়ি মহকুমা পরিষদের চিফ ইঞ্জিনিয়ার সুপ্রিয় মন্ডল অভিযোগ মানতে চাননি। তাঁরা জানিয়েছেন, সম্প্রতি অভিযোগ ওঠায় জেলাশাসকের সঙ্গে বৈঠক হয়েছে। সর্বশিক্ষা অভিযানে স্পেশাল অডিট হবে। পাশাপাশি একটি কমিটি গঠন করে ওই নির্মীয়মান হোস্টেল দুটির পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন সুপ্রিয় মণ্ডল। আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট! টিকাকরণ-বিতর্কে সাইবার সেলে অভিযোগ আসানসোল পুরনিগমের