‘অনেকেই ছবি তোলেন, সবাইকে চিনব?’ দেবাঞ্জনের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে প্রতিক্রিয়া শিলিগুড়ি পুলিশ কমিশনারের
Fake Vaccine Case- এর মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবেের সঙ্গে তাঁর ভাইরাল ফটো নিয়ে প্রতিক্রিয়া দিলেন পুলিশ কর্তা।
শিলিগুড়ি: ভুয়ো আইএস দেবাঞ্জনের (Debanjan Deb) কীর্তিকলাপে তোলপাড় বাংলা। নকল ভ্যাকসিন কাণ্ডে (Fake Vaccine) ধৃত সেই দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী ও তৃণমূলের নামজাদা নেতাদের। নিজেই সেই সব ছবি টুইট করেতেন দেবাঞ্জন।
বিভিন্ন ছবিতে দেখা যায় তৃণমূল নেতা পরিবেষ্টিত হয়ে বসে রয়েছেন দেবাঞ্জন। কোথাও পুলিশ কর্তাদের সঙ্গে তিনি। শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মার সঙ্গে দেবাঞ্জনের এমনই একটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। বঙ্গ বিজেপির তরফেও এ নিয়ে একটি টুইট করা হয়। যদিও এই ছবির সত্যাসত্য বিচার করেনি Tv9 বাংলা ডিজিটাল। তবে ওই ছবির বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের প্রতিক্রিয়া কী?
কসবা টিকা কেলঙ্কারিতে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) সঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মার হঠাৎই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত ওই নকল আইএএস অফিসারের সঙ্গে ছবি নিয়ে শুরু হয় বিতর্ক ৷ তবে কি টিকা কেলেঙ্কারির ‘নায়ক’-কে চিনতেন পুলিশ অফিসার? যদিও পুরো বিষয়টিকে ‘ফালতু’ বলে বর্ণনা করেন পুলিশ কর্তা ৷
শিলিগুড়ির পুলিশ কমিশনার বলেন, “আমি ওনাকে চিনিই না। যতদূর মনে পড়ে আনন্দপুর পুলিশ স্টেশনে কোনও রক্তদান শিবিরের ছবি ওটা। অনেকেই আসেন, পাশে দাঁড়ান। ছবি তোলেন এই ধরনের অনুষ্ঠানে। আমি সবাইকে চিনব কীভাবে?”
আসলে ভুয়ো আইএস দেবাঞ্জনের কীর্তিকলাপের পরতে পরতে চমক। নীলবাতি লাগানো গাড়ি, সশস্ত্র দেহরক্ষী, একের এক ভুয়ো ক্যাম্প এবং তাতে আমন্ত্রিত পুলিশ কর্তা থেকে শুরু করে হেভিওয়েট নেতামন্ত্রি, এমনকি একই ফলকে মন্ত্রীর নামের তলায় পশ্চিবঙ্গ সরকারের যুগ্ম কমিশনার হিসেবে তাঁর নামেরই খোদাই পাওয়া গিয়েছে! এখানেই শেষ নয়। পুর কর্তার সই নকল করে কলকাতা পুরসভার মতো এক প্রতিষ্ঠানের নামে ভুয়ো অ্যাকাউন্ড পর্যন্ত খুলে ফেলেছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দেবাঞ্জনের বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে শাসক দলের নেতাদের। তাঁদের মধ্যে রয়েছেন খোদ কলকাতার পুর প্রশাসক ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ছবির সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও ওই ছবিতে দেখা যাচ্ছে, দেবাঞ্জনের দিকে তাকিয়ে নমস্কার করছে ফিরহাদ। সেই ছবি নিয়ে প্রশ্ন উঠতে এ দিন মেজাজ হারান তিনি।
আরও পড়ুন: Fake Vaccine: ‘চোর-চিটিংবাজদের থেকে সাবধান!’ দেবাঞ্জনের কঠোর শাস্তি দাবি মদনের
ফিরহাদ হাকিম বলেন, ‘ভ্যাকসিন নিয়ে সিবিআই তদন্তের কথা বলছেন। আর নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী ছবি তুললে সেই তদন্ত কে করবে?’ নেতামন্ত্রি থেকে পুলিশ অফিসার সবারই যুক্তি বিভিন্ন অনুষ্ঠানে অনেকেই পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। তাঁদের সবাইকে চেনা সম্ভব নাকি!