Siliguri:আমাদের ভুলেই ডুয়ার্সে বাড়বাড়ন্ত স্ক্রাব টাইফাস, জঙ্গল থেকে ঢুকে পড়েছে শহরে
Siliguri: শীতের মরসুম। এই সময়ে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়া তো মানুষের মনেই থাকে। আর পরিসংখ্যান বলছে, প্রত্যেক বছর এই সময়টাতেই এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, এই রোগটা মূলত হিমালয়ের পাদদেশের রেঞ্জের মধ্যে যে এলাকা পড়ে, সেখানকার বলেই চিহ্নিত।
শিলিগুড়ি: গাছ কেটে পর্যটনের অবাধ প্রসারে পর্যটকদের অরণ্যে বেড়ানো বাড়ছে। তার জেরে জঙ্গল কেন্দ্রিক বেশ কিছু রোগ মাথা চাড়া দিচ্ছে উত্তরবঙ্গের শহরেও। শিলিগুড়ি শহরে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই তাই সতর্ক করছেন মাইক্রো বায়োলজি বিভাগের চিকিৎসকেরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মাইক্রোলজির বিভাগীয় প্রধান ও VRDL এর অধিকর্তা অরুনাভ সরকার জানান, রোগ মোকাবিলায় পরিবেশের ভারসাম্য ফেরানো জরুরি। তা না হলে সমূহ বিপদ।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজির আসোসিয়েট প্রফেসর অর্পিতা পাল দত্তের দাবি, হিমালয়ের পাদদেশে আগে এই রোগ দেখা যেত। নির্দিষ্ট পোকার কামড় থেকেই এই রোগ হয়। জঙ্গল ধ্বংস হতে বসায় জঙ্গল লাগোয়া এলাকা ছাড়া শহরাঞ্চলেও রোগের দেখা মিলছে। শহরের বাসিন্দারাও পোকার কামড় থেকে সংক্রমিত হচ্ছেন।
এই রোগ কীভাবে হয়?
চিকিৎসকদের দাবি, জঙ্গলে এক ধরনের পোকার কামড় থেকে ছড়ায় ব্যাকটেরিয়া ঘটিত এই রোগ। পাঁচ দিনের বেশি জ্বর, শরীরের যে জায়গায় পোকা কামড়ায়, তা দগদগে লাল হয়ে থাকা। প্রাথমিকভাবে এটাই রোগের উপসর্গ। কিন্তু স্ক্রাব টাইফাস হয়েছে কিনা, তা জানতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করানো একান্ত জরুরি। তবে তাতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। চিকিৎসকদের দাবি, নির্দিষ্ট অ্যান্টি বায়োটিকের দ্বারা এই রোগ নিরাময় সম্ভব।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের VRDL ল্যাবের অধিকর্তা অরুণাভ সরকার বলছেন, “আগে এই পোকা তো বন্য জন্তুদেরই কামড়াত। কারণ ওরা বনেরই। কিন্তু এখন তো জঙ্গল কেটে পর্যটনের কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ওরাও এখন তো শহরেই অধিবাসী। কারণ বন্য জন্তু তো পাচ্ছে না, পাচ্ছে আমাদেরই। তাই আমাদের কামড়াচ্ছে।”
শীতের মরসুম। এই সময়ে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়া তো মানুষের মনেই থাকে। আর পরিসংখ্যান বলছে, প্রত্যেক বছর এই সময়টাতেই এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, এই রোগটা মূলত হিমালয়ের পাদদেশের রেঞ্জের মধ্যে যে এলাকা পড়ে, সেখানকার বলেই চিহ্নিত। সাম্প্রতিক রিপোর্ট বলছে, সেই রোগ এখন পাহাড়ের পাদদেশ বাদ দিয়ে সন্নিহিত এলাকা, শহরেও ঢুকছে। কারণ মানুষ বারবার জঙ্গলে ঢুকছে। চলতি বছরে প্রথম তিন মাসেই শিলিগুড়িতে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা ১০৪ পার করেছে। তাই কিছুটা উদ্বিগ্ন স্বাস্থ্য কর্তারা। তাই এবারের শীতে ডুয়ার্সে যাওয়ার আগে সাবধান করছেন স্বাস্থ্য কর্তারাই।