TMC Leader arrested: জমি মামলায় গ্রেফতার আরও এক তৃণমূল নেতা
Darjeeling: অন্যদিকে, আজ সকালেই অন্য একটি জমি দখলের মামলায় গজলডোবা এলাকার বিজেপি নেতা উত্তম রায়কে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁর রিসর্ট ভাঙতে যান প্রশাসনের কর্তারা। কিন্তু বিজেপি নেতার পরিবারের তরফে বৈধ পাট্টা দেখানো হলে সেখান থেকে বেরিয়ে রঞ্জনের জমিতে যান তাঁরা।
শিলিগুড়ি: আগেই জমি মামলায় গ্রেফতার হয়েছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি গৌতম গোস্বামী। ওই একই মামলায় এবার গ্রেফতার হলেন আরও এক তৃণমূল নেতা গৌতম গোস্বামী। তিনি ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি এবং এসজেডিএ বোর্ডের সদস্য।
আজ বিকাল চারটে নাগাদ দিল্লি থেকে তাঁকে আটক করে নিয়ে আসে পুলিশ। জুরাপি রায়ের অভিযোগের ভিত্তিতে দেবাশীস প্রামাণিককে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার গ্রেপ্তার হলেই গৌতম। আজই তাকে আদালতে তোলা হতে পারে।
অন্যদিকে, আজ সকালেই অন্য একটি জমি দখলের মামলায় গজলডোবা এলাকার বিজেপি নেতা উত্তম রায়কে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁর রিসর্ট ভাঙতে যান প্রশাসনের কর্তারা। কিন্তু বিজেপি নেতার পরিবারের তরফে বৈধ পাট্টা দেখানো হলে সেখান থেকে বেরিয়ে রঞ্জনের জমিতে যান তাঁরা। এর আগে রঞ্জনের দখলে থাকা খাসজমি পুনরুদ্ধার জানালেও বাস্তবে একটি ফ্লেক্স লাগিয়ে দায় সেরেছিল প্রশাসন। বহল তবিয়তেই ছিল ওই জমিতে থাকা রঞ্জনের ফার্ম হাউস। আজ বিকেলে সেটি ভেঙে দেওয়া হয়। যদিও আশেপাশের অবৈধ হোটেল রিসর্টে কোনও অভিযান হয়নি।