‘ভীতু ভোটারদের’ ভোটকেন্দ্রে আনতে বদ্ধপরিকর কমিশন, নতুন ‘হোমওর্য়াক’ জৈনের

বিধানসভা ভোটে (West Bengal Assembly Elections 2021) রাজ্যের 'ভীতু ভোটারদের' (Scared Voters) ভোটকেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন (Election Commission Of India)। সকল জেলাশাসক ও পুলিশ সুপারদের উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার সুদীপ জৈন (Sudip Jain)।

'ভীতু ভোটারদের' ভোটকেন্দ্রে আনতে বদ্ধপরিকর কমিশন, নতুন 'হোমওর্য়াক' জৈনের
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Feb 25, 2021 | 10:55 PM

কলকাতা: আসন্ন বিধানসভা ভোটে (West Bengal Assembly Elections 2021) রাজ্যের ‘ভীতু ভোটারদের’ (Scared Voters) ভোটকেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন (Election Commission Of India)। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার এক বৈঠকে রাজ্যের সকল জেলাশাসক ও পুলিশ সুপারদের উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার সুদীপ জৈন (Sudip Jain)। এই মর্মে এ দিনের বৈঠকে একাধিক নতুন ‘হোমওর্য়াকও’ দিয়েছেন তিনি।

নির্বাচনের আগে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে পা রাখার কথা ছিল সুদীপ জৈনের। কিন্তু, তাঁর সফর বাতিল হয়ে যাওয়ায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই এ দিন প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক সারেন জৈন। সেখানে জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেন, যারা ভোট দিতে আসতে ভয় পান তাঁদের সঙ্গে যেন যোগাযোগ রাখা হয়। তাঁদের ভয় দূরীকরণের কাজ প্রশাসনিক কর্তাদের করতে হবে, স্পষ্ট ভাষায় জানিয়ে দেন জৈন। ভোট দিতে আসতে না চাইলে এই ‘ভীতু ভোটারদের’ প্রয়োজনে বাড়ি গিয়ে নিয়ে আসতে হবে, এমনটাও জানানো হয়েছে। একই সঙ্গে ভয় কমানোর জন্য নীচু স্তরের আধিকারিকদের বাড়ি গিয়ে বোঝানোর উপদেশও দিয়েছেন তিনি।

এর পাশাপাশি রাজ্যের ‘স্পর্শকাতর’ বুথগুলি নিয়মিত পরিদর্শন করা হচ্ছে কিনা তাও দেখতে বলা হয়েছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের। ইতিমধ্যেই রাজ্যের ২০ শতাংশ বুথ চিহ্নিত হয়েছে ‘স্পর্শকাতর’ হিসেবে। সেই বুথগুলিতে যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা যায় সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: এ বার যে কোনও জায়গায় চলে যাব…খুঁজে বেড়াবে, আমাকে কোথায় পাবে কোনও ঠিক নেই: মমতা

অন্যদিকে, কোভিডের কারণে এই বছর ৮০ উর্ধ্ব ভোটারদের বাড়ি গিয়ে ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু কমিশনের কাছে প্রাথমিক যে রিপোর্ট পৌঁছেছে তা খুব একটা উৎসাহজনক নয়। বেশিরভাগ বরিষ্ঠ ভোটার বাড়ি বসে ভোট দেওয়ার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। কেন এমনটা হচ্ছে? কেনই বা ব্যালটে ভোট দিতে চাইছেন না ৮০ উর্ধ্ব ভোটাররা? তা প্রশাসনিক আধিকারিকদের খোঁজ নিতে বলেছেন সুদীপ জৈন।

আরও পড়ুন: ব্রিগেডের আগের দিন আইএসএফ-র সঙ্গে আসন রফায় বসবে কংগ্রেস