পিলার খসছে, পার্টিটা টিকবে না, মমতা আসার আগে অধিকারী গড়ে দিলীপের শান

তবে মমতা জেলায় পা রাখার আগেই এদিন কাঁথি থেকে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন পূর্ব মেদিনীপুরের দীঘায় চা চক্রে যোগ দিয়ে দিলীপবাবু বলেন, আমি আগেই বলেছিলাম এই পার্টিটা টিকবে না।

পিলার খসছে, পার্টিটা টিকবে না, মমতা আসার আগে অধিকারী গড়ে দিলীপের শান
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 06, 2020 | 2:58 PM

মেদিনীপুর: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল ছাড়তে পারেন, এমন জল্পনার মাঝেই রবিবার মেদিনীপুরের পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামিকাল অধিকারী গড়ে সভা করবেন তিনি। দলের জন্য অত্যন্ত স্পর্শকাতর সময়ে মেদিনীপুর পৌঁছে জল মেপে নিতে চাইছেন মমতা। এমনটাই মনে করছেন পর্যবেক্ষকেরা। তবে মমতা জেলায় পা রাখার আগেই এদিন তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন পূর্ব মেদিনীপুরের দীঘায় চা চক্রে যোগ দিয়ে দিলীপবাবু বলেন, আমি আগেই বলেছিলাম এই পার্টিটা টিকবে না।

বিজেপি রাজ্য সভাপতি এদিন বলেছেন, একটি করে পিলার ও দেওয়াল ধসে পড়ে যাচ্ছে তৃণমূলের। যে ক্ষোভ আজকে নেতারা দেখাচ্ছেন, তা তাঁদের নিজের মনের কথা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, শুনলাম সভা হচ্ছে। যেই মাঠে হেলিকপ্টার নামবে সেখানেই সভা। প্রধানমন্ত্রীর ওখানে যখন সভা হয়েছিল, প্যান্ডেল ভেঙে পড়েছিল এত লোক হয়। মুখ্যমন্ত্রীর সভায় লোকজন আসবে না। সে রকম হলে আমরা লোকজন পাঠাতে পারি যাতে ভিড় হয়। আমরা সহযোগিতা করতে রাজি আছি।

 এদিন দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির আরেক নেতা জয়প্রকাশ মজুমদার। সকালে চায় পে চর্চায় অংশ নিয়ে তাঁরা উপস্থিত হন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটে চণ্ডীভেটিতে। সেখানে বীরেন্দ্রনাথ শাসমলের মূর্তিতে মাল্যদান করে চণ্ডীভেটির অনুন্নয়ন নিয়ে প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দেন। দিলীপ ও জয়প্রকাশকে সঙ্গে নিয়ে এরপর কাঁথি মেছেদা বাইপাসে বাইক মিছিল করেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন: ‘মমতার সরকার পড়শি দেশের সেনার মতো কাজ করছে’

অন্যদিকে মুখ্যমন্ত্রীর সভা কিরে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে মেদিনীপুরে। সূত্রের খবর, এদিন সন্ধ্যেবেলায় মেদিনীপুর শহরে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রিবাস করবেন সার্কিট হাউসে। আগামিকাল রাজনৈতিক সভা ছাড়াও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সেইমতো চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার।

আরও পড়ুন: একুশের নির্বাচনের আগে মমতার আরও চিন্তা বাড়ল, দল গড়বেন আব্বাস সিদ্দিকি