কাঁথিতে পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ, হাসপাতালে ৭ বিজেপি কর্মী
নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কার্যালয় ভাঙচুর করার পরদিন কাঁথির ভাজাচাউলিতে বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে মারধর করার অভিযোগ উঠল।
পূর্ব মেদিনীপুর: দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি (BJP) বনাম তৃণমূলের (TMC) সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের আকার নিল কাঁথির (Contai) ভাজাচাউলি একালা। এদিন দলীয় পতাকা টাঙানোর সময় কাঁচা বাঁশ দিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ। ঘটনায় সাতজন আহত হয়েছে। তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে বর্তমানে ভর্তি করা হয়েছে।
এদিনে ঘটনা নিয়ে তৃণমূল নেতা ও জেলা কোর কমিটির সদস্য মামুদ হোসেন অভিযোগ খারিজ করেন। বলেন, “ভাজাচাউলি ঘটনায় তৃণমূলের যোগ নেই। অনুগামী ও আদি বিজেপির এলাকা দখলের লড়াইয়ের ফল আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। ওদের কোন্দল এত বড় যে ভরা নন্দীগ্রামের সভায় ইট ও জুতো ছোড়া হল।”
পাল্টা বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক অসীম মিশ্র বলেন, রাজ্যের পুলিসকে কাজে লাগিয়ে তৃণমূল এই কাজ করছে। আমাদের কর্মীরা এলাকায় পতাকা টাঙানোর সময় পেছন থেকেই ওদের উপর হামলা করে তৃণমূল কর্মীরা। ঘটনার জেরে আমাদের ৭ জন গুরুতর আহত হয়েছে। সবাইকে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে। সকলেই মারিশা থানায় ভাজাচাউলি এলাকার বাসিন্দা।”
একুশের নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক হিংসার পারদ ততই বাড়ছে পূর্ব মেদিনীপুরে। নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কার্যালয় ভাঙচুর করার পরদিন কাঁথির ভাজাচাউলিতে বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে মারধর করার অভিযোগ উঠল। দুই মিলিয়ে শাসকদলের বিরুদ্ধে হিংসার বাতাবরণ তৈরি করার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন: ঘরই নেই, দুয়ারে আসবে কি সরকার! মনে প্রশ্ন অশীতিপর মায়ারানির
ভোট ঘোষণা হতে এখনও দেরি। তার আগেই ক্ষমতা পুনর্দখল করতে হামলা, মারামারি, এলাকাজুড়ে সন্ত্রাস সৃষ্টি করার অভিযোগ রাজনৈতির দলগুলির বিরুদ্ধে উঠছে। জেলার বেশকিছু জায়গায় মারামারি, বোমাবাজি, গুলি চালানো-সহ একাধিক সন্ত্রাসের জন্য নাজেহাল হতে হচ্ছে পুলিস প্রশাসনকে। যদিও বর্তমানে শক্তিশালী দলে পরিণত হওয়া বিজেপি রাজ্য পুলিসের দিকে আঙুল তুলে তাদের ‘দলদাস’ হিসেবে কটাক্ষ আখ্যা দিয়েছে। এই অবস্থায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, খেজুরি, ভগবানপুর, পটাশপুর ,ভূপতিনগর এমনকি কাঁথিও প্রশাসকদের মূল নজরে। যে কারণে অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে যে কোনও সময় বিভিন্ন স্থানে পুলিসকে রুটমার্চ করতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: দুয়ারে কে আগে বিনে পয়সায় পৌঁছে দেবে ভ্যাকসিন? এ নিয়ে তরজা কেন্দ্র-রাজ্যের