জয়দেবের মেলায় দু’দিনের অনুমতি! বসবে বাউল গানের আখড়া

মেলায় এবার থাকছে বাউল কীর্তনিয়াদের ১৫২ টি আখড়া। তবে, স্বনীর্ভর গোষ্ঠী ছাড়া অন্য কেউ দোকান বসাতে পারবেন না।

জয়দেবের মেলায় দু'দিনের অনুমতি! বসবে বাউল গানের আখড়া
ছবি- ফেসবুক
Follow Us:
| Updated on: Jan 07, 2021 | 7:11 PM

কেন্দুলী: বীরভূমের (Birbhum) ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলী মেলার অনুমতি দিলো জেলা প্রশাসন। তবে এবার মেলা হবে দু’দিনের।। বীরভূমের বৃহৎ ও ঐতিহ্যবাহী মেলা দুটি হল পৌষ মেলা ও জয়দেব কেন্দুলী মেলা। কিন্ত, এবছর করোনা আবহে হয়নি পৌষ মেলা। ফলে জয়দেব-কেন্দুলী মেলার অপেক্ষা করে আছে বীরভূমবাসী। এবার তাদের নিরাশ করল না প্রশাসন।

বুধববার জয়দেব-কেন্দুলী গ্রামপঞ্চায়েতে মেলা নিয়ে বৈঠকে বসেন বীরভূম জেলা প্রশাসন ও মেলা কমিটি। বৈঠকে ছিলেন বীরভূম জেলা পুলিস সুপার শ্যাম সিং, রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ ও অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকরা। সেই বৈঠকেই স্থির হয়, করোনাবিধি মেনেই দু’দিনের মেলা হবে। মেলায় এবার থাকছে বাউল কীর্তনিয়াদের ১৫২ টি আখড়া। তবে, স্বনীর্ভর গোষ্ঠী ছাড়া অন্য কেউ দোকান বসাতে পারবেন না।

আরও পড়ুন: মানস ‘রাবণ’, মমতা ‘সূর্পনখা’ জোড়া নিশানা শুভেন্দু-ভারতীর

এদিন বীরভূম জেলা পুলিস সুপার শ্যাম সিং বলেন, “গঙ্গাসাগর মেলার উপর আদালতের নির্দেশের উপর অনেকটা নির্ভর করছে জয়দেব মেলা। আজ বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা আগামীতেও পর্যালোচনা করা হতে পারে। আপাতত সিদ্ধান্ত হয়েছে, ১৫২ টি আখড়া বসবে। প্রত্যেক বছর নিরাপত্তার জন্য যেভাবে পুলিস প্রশাসন থাকে এবারেও থাকবে। চেক পোস্ট, ওয়াচ টাওয়ার সবই বসানো হবে। ” অন্যদিকেনমন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, আমরা কোভিড পরিস্থিতি মাথায় রেখে যা যা নিয়ম মেনে মেলা করা সম্ভব সেভাবেই আমরা দু’দিনের মেলা করবো।।