Student Death: দু’দিন পর দেহ মিলল আশুতোষের ছাত্রের, কলেজ ভ্রমণে যাওয়াই কাল হল?
Arambag: দু'দিন ধরে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার করতে নামানো হয়েছিল এনডিআরএফ। শনিবার দুপুরে তাঁর দেহ উদ্ধার করা হয়। এই মৃত্যু ঘিরে ইতিমধ্যেই আইনি পথে হাঁটার কথা জানিয়েছে সরকার পরিবার। কলেজ কর্তৃপক্ষ এবং যে বন্ধু তাঁকে জলপ্রপাতের কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ, উভয়ের বিরুদ্ধে আইনি ব্য়বস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
আরামবাগ: যেটুকু ক্ষীণ আশা ছিল, শনিবার দুপুরে সরকার পরিবারের সদস্যদের বুক থেকে মুছল তাও। দু’দিন নিখোঁজ থাকার পর আশুতোষ কলেজের ছাত্র তারাশঙ্কর সরকারের নিথর দেহ উদ্ধার হল তলিয়ে যাওয়া জলপ্রপাত থেকেই। কলেজ থেকে ঝাড়খণ্ডে বেড়াতে গিয়েছিলেন। সেই ভ্রমণে গিয়েই জলপ্রপাতে পড়ে গিয়েছিলেন আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়ার বাসিন্দা তারাশঙ্কর। কলকাতার আশুতোষ কলেজের পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
দু’দিন ধরে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার করতে নামানো হয়েছিল এনডিআরএফ। শনিবার দুপুরে তাঁর দেহ উদ্ধার করা হয়। এই মৃত্যু ঘিরে ইতিমধ্যেই আইনি পথে হাঁটার কথা জানিয়েছে সরকার পরিবার। কলেজ কর্তৃপক্ষ এবং যে বন্ধু তাঁকে জলপ্রপাতের কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ, উভয়ের বিরুদ্ধে আইনি ব্য়বস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
মামা রণজিৎ রায় বলেন, “কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই এই ঘটনা ঘটেছে। আমরা আইনি পদক্ষেপ নিতে চাই। যাতে ৫ জন শিক্ষককে সাসপেন্ড করা হয়। যে আমার ভাগ্নেকে ডেকেছিল তাঁর বিরুদ্ধেও আমি পদক্ষেপ করতে চাই।”
গত বৃহস্পতিবারের ঘটনা। ঝাড়খণ্ডে কলেজ এক্সকারশন সেরে ফেরার পথে ওড়িশার কেওনঝড়ে একটি জলপ্রপাত দেখতে যান তারাশঙ্কররা। সে সময় তারাশঙ্কর ও আরেক ছাত্র জলপ্রপাতে পড়ে যান। যদিও আরেক ছাত্র ঠিকই আছেন। তবে তারাশঙ্করের এমন বিপদ ঘটে। পরিবারের এখানেই খটকা লাগছে। তাদের বক্তব্য, যে আগে পড়ে গেলেন তাঁর কিছুই হল না। অথচ পরেরজনের প্রাণই চলে গেল।