TMC leader’s son: প্রধানের ছেলের জন্মদিন, পঞ্চায়েতের জায়গাতেই জমিয়ে চলল মদ-মাংস, ডিজে
TMC leader's son: মা পঞ্চায়েত প্রধান বলেই এমনটা করতে পেরেছে ছেলে, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের।
হুগলি : রাত বাড়তেই আচমকা গান বাজনার আওয়াজ। পঞ্চায়েত অফিসের সামনে যে রীতিমত হুল্লোড় চলছে, তা বেশ বুঝতে পারলেন এলাকার বাসিন্দারা। বিষয়টা নজরে পড়তেই প্রতিবাদ জানাতে ছুটে যান অনেকেই। অভিযোগ, সেখানে চলছিল পঞ্চায়েত প্রধানের ছেলের জন্মদিনের অনুষ্ঠান। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকায়। সোমবার রাতে ওই ঘটনা নজরে আসার পর মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তাঁদের দাবি, পঞ্চায়েতের কাজে ব্যবহার হয় যে অফিস, সেই জায়গায় কেন জন্মদিনের অনুষ্ঠান হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, টাকা উপার্জনের জন্যই ওই অফিস ভাড়ায় দেওয়া হয়, এ ক্ষেত্রেও সেটাই হয়েছে।
পঞ্চায়েত অফিসের জায়গা ও অফিসের বিদ্যুৎ ব্যবহার করে জন্মদিনের পার্টি করার প্রতিবাদে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, সোমবার রাতে চাঁপাডাঙা পঞ্চায়েতের প্রধান সোমা চট্টোপাধ্যায়ের ছেলে রাজ চট্টোপাধ্যায় তার বন্ধুদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠান করছিল। পঞ্চায়েত সংলগ্ন মাঠে, পঞ্চায়েতের বিদ্যুৎ ব্যবহার করেই চলে ডিজে। প্রতিবাদ জানাতে গেলে সোমবার রাতেই স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রধানের ছেলে।
মঙ্গলবার সকালে পঞ্চায়েত ঘেরাও করেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, কী ভাবে পঞ্চায়েতের জায়গা এবং ইলেকট্রিক ব্যবহার করে অনুষ্ঠান করছিল পঞ্চায়েত প্রধানের ছেলে? রীতিমত মদ-মাংস খাওয়া-দাওয়া হচ্ছিল বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও পঞ্চায়েত প্রধান সোমা চট্টোপাধ্যায়ের দাবি, অভিযোগের কোনও সত্যতা নেই। তিনি জানিয়েছেন, শুধু তাঁর ছেলের নয়, এলাকার এক যুবকের জন্মদিনের অনুষ্ঠান করার জন্য পঞ্চায়েত সংলগ্ন মাঠ ও ইলেকট্রিক ভাড়া দেওয়া হয়েছিল। তাঁর দাবি, ছেলের বন্ধুর পরিবারের তরফ থেকে গত শনিবার ভাড়া নেওয়ার জন্য আবেদন করা হয়। পঞ্চায়েত মিটিং করে তা করার অনুমতি দেয়। তিনি আরও জানান, পঞ্চায়েতের আয়ের জন্য জনসাধরণকে ওই জায়গা ভাড়া দেওয়া হয় ছুটির দিনগুলিতে। এ ক্ষেত্রে টাকা নেওয়া হয়েছে বলে দাবি করে রশিদও দেখান প্রধান। তাঁর দাবি, পঞ্চায়েতকে কালিমালিপ্ত করার জন্য বিরোধীদের চক্রান্ত এটা।