Tarakeswar: ছুটে এল ষাঁড়, একেবারে গলার কাছে শিং! মাঝরাস্তায় রক্তারক্তি কাণ্ড
Hooghly: বৃহস্পতিবার তারকেশ্বর জোৎসম্ভু এলাকায় শিবলাল যাদব নামে এক যুবককে আচমকাই একটি ষাঁড় গুঁতোতে শুরু করে। রাস্তায় ফেলে গুঁতোতে শুরু করে ষাঁড়টি। ওই যুবকের একেবারে গলার কাছে শিং ঢুকে যায় ষাঁড়ের। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক।
তারকেশ্বর: ষাঁড়ের আতঙ্ক বাড়ছে তারকেশ্বরে। ষাঁড়ের গুঁতোয় এক যুবক গুরুতর জখম হন। এর আগেও ষাঁড়ের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশাসন একটা কিছু ব্যবস্থা করুক, চান এলাকার লোকজন। এই দাবি নিয়ে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার তারকেশ্বর জোৎসম্ভু এলাকায় শিবলাল যাদব নামে এক যুবককে আচমকাই একটি ষাঁড় গুঁতোতে শুরু করে। রাস্তায় ফেলে গুঁতোতে শুরু করে ষাঁড়টি। ওই যুবকের একেবারে গলার কাছে শিং ঢুকে যায় ষাঁড়ের। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক।
স্থানীয়রা কোনওরকমে ষাঁড়টিকে তাড়িয়ে ওই যুবককে উদ্ধার করে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে ক্রমেই অবস্থার অবনতি হতে থাকে। এরপরই কলকাতায় স্থানান্তরিত করা হয়। এদিকে এলাকায় খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ষাঁড়ের তাণ্ডব চলছে এলাকায়। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত তাঁরা।
তাঁরা বলছেন, ষাঁড়ের গুঁতোয় এর আগে একাধিক মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে তারকেশ্বরের বিভিন্ন এলাকায়। জখমের সংখ্যাও নেহাত কম নয়। এমনকী ষাঁড়ের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি শিশুরাও। স্থানীয়দের অভিযোগ, ষাঁড়ের হাত থেকে পরিত্রাণ পেতে পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী জানান, তারকেশ্বর শৈব তীর্থ। এখানে প্রচুর ষাঁড় এমনিই ঘোরাঘুরি করে। তবে সিংহভাগই গৃহপালিত নয়। তিনি বলেন, বনবিভাগকে এ নিয়ে জানানো হয়েছে। প্রশাসনও যাতে বিষয়টিতে আলাদা নজর দেয়, তা নজর রাখা হবে বলেও জানান তিনি।