ED: সাতসকালে ভুল বাড়িতে গিয়ে কড়া নাড়ল ইডি, তোলপাড় চুঁচুড়া

Hooghly: সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় ইডির তল্লাশি। একদিকে ঝাড়গ্রামে যখন ডব্লুবিসিএস অফিসারের আবাসনে অভিযান চলছে, তখন হুগলির চুঁচুড়াতেও ইডির হানা। অন্যদিকে বহরমপুরের বিষ্ণুপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতেও মঙ্গলবার সকালে গিয়ে হাজির হয় ইডি।

ED: সাতসকালে ভুল বাড়িতে গিয়ে কড়া নাড়ল ইডি, তোলপাড় চুঁচুড়া
ইডির আধিকারিকদের সঙ্গে কথা বলছেন বাড়ির লোকেরা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 10:17 AM

চুঁচুড়া: সাতসকালে বাড়িতে কড়া নাড়ল ইডি। ততক্ষণে বাড়ির উঠোন কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ। বাড়ির লোকজন ভয়ে গেটে তালা দিয়ে ভিতরে বসে। এদিক ওদিক থেকে উঁকি মারছেন। বুঝেই উঠতে পারছেন না কী চলছে। প্রায় ৩০ মিনিট ধরে চলে ইডির সঙ্গে কথার লড়াই। অবশেষে জানা যায়, চুঁচুড়ায় ভুল বাড়িতে চলে এসেছে ইডির ওই টিম। নাম বিভ্রাটে এমন ঘটনা বলেই জানা গিয়েছে।

সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় ইডির তল্লাশি। একদিকে ঝাড়গ্রামে যখন ডব্লুবিসিএস অফিসারের আবাসনে অভিযান চলছে, তখন হুগলির চুঁচুড়াতেও ইডির হানা। অন্যদিকে বহরমপুরের বিষ্ণুপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতেও মঙ্গলবার সকালে গিয়ে হাজির হয় ইডি। সূত্রের খবর, মনরেগা-য় (MGNREGA) প্রায় ১.৭৯ কোটি টাকার দুর্নীতির মামলায় তদন্তে নেমেছে ইডি। বেলডাঙা ও ধনিয়াখালিতে এফআইআর দায়ের হয়েছিল। মোট চারটি এফআইআর দায়ের হয় বলে খবর। তার পরিপ্রেক্ষিতে ইডির তরফে ইসিআইআর (ECIR) দাখিল করা হয়েছিল। এরপরই এদিন তল্লাশি অভিযান শুরু হয়।

চুঁচুড়ার ময়নাডাঙায় এদিন এক বাড়িতে যায় ইডি। নাম বিভ্রাটে ভুল ব্যক্তির বাড়িতে চলে যায় তারা। সেখানে গিয়ে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলার পর জানতে পারে, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই মামলায় এবং যে ব্যক্তির বাড়িতে তারা গিয়েছে তাঁদের নাম এক। এরপর সেই বাড়ি ছাড়ে ইডি। এদিকে ইডি বেরিয়ে যাওয়ার পর মুখে যুদ্ধ জয়ের হাসি বাড়ির লোকজনের। পরিবারের এক সদস্য বলেন, “নামে কিছু একটা গোলমাল হয়েছে। তাই এই ঘটনা। তবে এ বাড়ি যাঁর উনি একজন রোগী। কেমো চলে ওনার।” তবে মঙ্গলে যে ইডি তেড়েফুঁড়ে উঠেছে, তা বলাই যায়।