Hooghly: ইঞ্জিনের ধাক্কায় কোল থেকে ছিটকে লাইনে পড়ে নাকি, ছিনভিন্ন ঠাকুমার শরীর!
Hooghly: স্থানীয় বাসিন্দারা তাঁকে সাবধান করছিলেন, ট্রেনও হর্ন বাজাচ্ছিল। কিন্তু তাও তিনি শুনতে পাননি। ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়া। কিন্তু কোলের নাতি ধাক্কার অভিঘাতে অনেকটা দূরে ছিটকে পড়ে
হুগলি: নাতিকে নিয়ে লাইন পার হচ্ছিলেন। সে সময়ে ইঞ্জিনের হর্ন তিনি শুনতে পাননি। ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল প্রৌঢ়ার। আশঙ্কাজনক তাঁর নাতি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির আদর্শনগর রেল কোয়ার্টারে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্ধ্যা রাজভর(৪৪)। তাঁর নাতির বয়স দু’বছর। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা তাঁর নাতি যশকে কোলে নিয়ে হুগলি স্টেশনের রেল লাইন পারাপার হচ্ছিলেন। সাড়ে এগারোটা নাগাদ একটি রেল ইঞ্জিন হুগলি স্টেশনের দু’নম্বর লাইন দিয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। লাইন পেরোনোর সময় ইঞ্জিন আসছে খেয়াল করেননি প্রৌঢ়া। ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়েন।
স্থানীয় বাসিন্দারা তাঁকে সাবধান করছিলেন, ট্রেনও হর্ন বাজাচ্ছিল। কিন্তু তাও তিনি শুনতে পাননি। ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়া। কিন্তু কোলের নাতি ধাক্কার অভিঘাতে অনেকটা দূরে ছিটকে পড়ে। পাথরের আঘাতে সেও মারাত্মক আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
প্রৌঢ়ার প্রতিবেশীরা জানিয়েছেন গোষ্ঠীর ঋণ শোধ করতে ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছিলেন প্রৌঢ়া। ২৭ হাজার টাকা ছিল তাঁর ব্যাগে। সেই টাকার ব্যাগও পাওয়া যায়নি।