Polba Fire: জতুগৃহ সুতোর কল! ঝলসে মৃত্যু এক মহিলা শ্রমিকের

Hoogly: খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। স্থানীয়দের কথায়, ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে।

Polba Fire: জতুগৃহ সুতোর কল! ঝলসে মৃত্যু এক মহিলা শ্রমিকের
পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু সামগ্রী। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2022 | 11:44 PM

হুগলি: পোলবায় পাটের সুতোর কলে ভয়াবহ আগুন। সূত্রের খবর, সেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক কর্মীর। আহত হয়েছেন একজন। মঙ্গলবার বিকেলে পোলবা হোসেনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে সুতো কলে হঠাৎই আগুন লেগে যায়। সেই সময় কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। এদিকে সুতোর কল হওয়ায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। হাওয়ার দাপটে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন দমকলে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। স্থানীয়দের কথায়, ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পোলবা থানার পুলিশও এসে পৌঁছয়। স্থানীয়রা জানান, এই ঘটনায় অনিমা দাস নাম বছর পঁয়তাল্লিশের এক মহিলা কর্মীর মৃত্যু হয়। সুতো কলের ভিতরেই তাঁর মৃত্যু হয় বলে খবর। অন্যদিকে সরস্বতী ধারা নামে এক শ্রমিক গুরুতর আহত হন।

দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর সুতোর কলের ভিতর ঢুকে সরস্বতী ধারাকে উদ্ধার করে আনেন। সঙ্গে সঙ্গে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অনিমাকে বাঁচানো যায়নি বলে স্থানীয় সূত্রের খবর। তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কীভাবে এই আগুন লাগল তা নিয়ে তদন্ত চলছে। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে।

সোমবারই হাওড়ায় একটি কাপড়ের কারখানার গোডাউনে এরকমই বিধ্বংসী আগুন লেগেছিল। ধূলাগড় জালান কমপ্লেক্সের দু’টি গোডাউনে ভয়াবহ আগুনে বহু ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। মূলত কাপড়ের কারখানার পাশে থাকা দু’টি গোডাউনে আগুন লাগে। তবে চারপাশে প্রচুর দাহ্যবস্তু থাকায় সহজেই ছড়িয়ে পড়ে আগুন। শর্টসার্কিট থেকে এই আগুন লেগে থাকার সম্ভাবনা বলে জানিয়েছিলেন দমকল কর্মীরা।

আরও পড়ুন: Bharati Ghosh: ‘সাহস থাকলে আনিসের বাবাকে আমতা থানার সমস্ত পুলিশ কর্মীর ছবি দেখাক’, দাবি প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের